সাতক্ষীরায় শিক্ষা বৃত্তি ও এককালীন অনুদান বিতরণ
সাতক্ষীরায় শিক্ষা বৃত্তি, এককালীন অনুদান ও জরুরী চিকিৎসা অনুষ্ঠান প্রদান করা হয়েছে। রোববার বেলা ১২টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি জেলা শাখা’র আয়োজনে এ শিক্ষা বৃত্তি ও অনুদান বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোঃ নজরুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক লস্কার তাজুল ইসলাম।
অনুদান বিতরণ অনুষ্ঠানের আলোচনা সভায় বক্তব্য রাখেন জিয়াউদ্দীন আহমেদ, মোজাম্মেল হক, আজমল খান, আলহাজ্ব মোঃ আব্দুল মজিদ, মোহাম্মাদ আলী ছিদ্দিকী, আফাজউদ্দীন, মোঃ আজিজুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে ১৮জন শিক্ষার্থীকে ৮৮ হাজার টাকার বৃত্তি, ৩১জন ব্যাক্তিকে এককালীন ৬২ হাজার টাকার অনুদান এবং ২জনকে জরুরী চিকিৎসার অনুদান হিসেবে ৩১ হাজার ৭শ টাকার অনুদান প্রদান করা হয়।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য ও অনুষ্ঠান পরিচালান করেন জেলা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোঃ গোলাম রব্বানী।
মন্তব্য চালু নেই