সাতক্ষীরায় ব্লু গোল্ড প্রকল্পের আওতায় পোল্ডার ডেভেলপমেন্ট প্লান অনুষ্ঠিত

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সাতক্ষীরার উদ্যোগে গত মঙ্গলবার সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ব্লু গোল্ড প্রকল্পের আওতায় কৃষি উৎপাদনশীলতা ত্বরান্বিতকরণ প্রকল্পের আওতায় পোল্ডার ডেভেলপমেন্ট প্লান অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ও নেদারল্যান্ড সরকারের আর্থিক সহায়তায় এ প্রকল্পটি খাল, নদী খনন, পুন:খনন এর মাধ্যমে জলাবদ্ধতা দূর করে কৃষি উৎপাদন বৃদ্ধি এ প্রকল্পের উদ্দেশ্য। জেলা কৃষিসম্প্রসারণ অধিদপ্তর সাতক্ষীরার খামারবাড়ি থেকে জেলা প্রশিক্ষণ কর্মকর্তা, সাতক্ষীরা সদর, ও আশাশুনি উপজেলা থেকে উপজেলা কৃষি কর্মকর্তা ও উপ-সহকারী কৃষি কর্মকর্তারা এ কর্মশালায় অংশগ্রহন করেন।

কর্মশালাটি মি: জাহাঙ্গীর কবীর সঞ্চালন করেন। নেদারল্যান্ড থেকে আগত জুডিথ ও মিশেল বুম কর্মশালার ফ্যাসিলিটেটর হিসেবে দায়িত্ব পালন করেন। কর্মশালার শেষে অংশগ্রহনকারীরা কৃষি উৎপাদন বৃদ্ধির জন্য তৈরীকৃত কর্মপরিকল্পনা উপস্থাপন করেন।



মন্তব্য চালু নেই