সাতক্ষীরায় বাসচাপায় মা-মেয়ে নিহত
সাতক্ষীরা-যশোর মহাসড়কের ছয়ঘরিয়া এলাকায় বাসচাপায় মা ও মেয়ে নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
সাতক্ষীরা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল হক শেখ বলেন, সাতক্ষীরাগামী একে ট্রাভেলস পরিবহনের একটি বাস ছয়ঘরিয়া এলাকায় পৌঁছে একটি নছিমনকে পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় নছিমনে থাকা সদর উপজেলার চুপড়িয়া গ্রামের আব্দুর রউফের স্ত্রী সাহিদা খাতুন (৪৫) ও সালমা খাতুন (১৭) রাস্তার উপর ছিটকে পড়লে তাদের উপর দিয়ে পরিবহনটি চলে যায়। তারা সম্পর্কে মা-মেয়ে। আহত হয়েছে তুজলপুর গ্রামের ফাতেমা খাতুন ও মাধবকাটি গ্রামের রনি হোসেন ও আমেনা খাতুন ।
তিনি বলেন, আহতদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মরদেহ দুটি মর্গে পাঠানো হয়েছে।
মন্তব্য চালু নেই