সাতক্ষীরায় বসতঘরে আগুন লেগে এক শিশুর মৃত্যু

সাতক্ষীরায় বসতঘরে আগুন লেগে সোনিয়া নামে (২) এক শিশুর মৃত্যু হয়েছে। ভস্মীভূত হয়ে গেছে বসতঘরসহ যাবতীয় আসবাবপত্র ও ব্যবহার্য জিনিসপত্র। এ ঘটনার পর সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার মীর মোদাচ্ছের হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

শুক্রবার (২৭ মার্চ) রাত ১০টার দিকে সাতক্ষীরা সদর উপজেলা ও তালা উপজেলার সীমানা সংলগ্ন বিনেরপোতার বসুন্ধরা গ্রামে এ ঘটনা ঘটে। সোনিয়া ওই গ্রামের বাবর আলীর মেয়ে। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদ শেখ বিষয়টি নিশ্চত করে বলেন, রাতে গরুর গোয়ালের সাজাল থেকে প্রচন্ড বাতাসে আগুন লাগে বাবর আলীর বসতঘরে। এসময় তার স্ত্রী এক মেয়েকে নিয়ে ঘর থেকে বের হতে পারলেও সোনিয়া থেকে যায় ঘরের মধ্যে। এতে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় তার।

তিনি জানান, অগ্নিকান্ডে প্রাণহানি ছাড়াও প্রায় ৯০ হাজার টাকার মালামাল পুড়ে ভস্মীভূত হয়েছে।



মন্তব্য চালু নেই