সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে পালিত হল দশম কবিতা উৎসব

’অসাম্প্রদায়িক সমাজ গড়বে কবিতা’ এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরায়  দশম কবিতা উৎসব ২০১৪ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০ টায় সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি মিলনায়তনে কবিতা উৎসবের উদ্বোধন করেণ বাংলা ভাষা ও  সাহিত্যর কবি মুহম্মদ নূরুল হুদা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেণ কবিতা পরিষদ সাতক্ষীরার সভাপতি শুভ্র আহম্মেদ। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় কবিতা পরিষদের সাধারণ সম্পাদক কবি আসলাম সানী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কবি মোস্তাফিজুর রহমান উজ্জল, কবিতা পরিষদ সাতক্ষীরার সাধারণ সম্পাদক কবি মন্ময় মনির প্রমুখ। কবিতা পরিষদের পক্ষ থেকে তিনজনকে পুরস্কৃত করা হয়। কবিতায় তবিবুর রহমান (মরণোত্তর), শিল্পকলায় নাসরিণ খান লিপি ও কারুশিল্পে সুরেশ পান্ডে।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, কবিতা অসাম্প্রদায়িক সমাজ বিনির্মানে নষ্ট শাসক বিপথগামী তরুণ ধর্মান্ধ রাজনীতিবিদ মাদকাসক্ত যুব সমাজ দুনীতিবাজ সমাজ ব্যাবস্থার বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলে। কবিতা প্রাণের কথা বলে। কবিতা মা মাটি ও মানুষের কথা বলে। কবিতা ভাষা মাতৃভুমি ও দেশের কথা বলে। শান্তির প্রগতির কথা বলে কবিতা। কবিতা অসাম্প্রদায়িক সমাজ গড়তে পারে শ্রমজীবী মানুষের পাশে দাঁড়িয়ে মানবতাবাদী সমাজ গড়তে।



মন্তব্য চালু নেই