সাতক্ষীরায় ডাচ্ বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন
আব্দুর রহমান, সাতক্ষীরা : সাতক্ষীরায় ডাচ্ -বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে কদমতলা বাজারে এ এজেন্ট ব্যাংকিং কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে শেখ ট্রেডার্স এর সত্ত্বাধিকারী আলহাজ্ব বাবুল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. আবুল মজিদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক জি.এম নুর ইসলাম, ডাচ্-বাংলা ব্যাংক সাতক্ষীরা শাখার এভিপি সাব্বির হোসেন, ডিস্ট্রিক ইনচার্জ রাশেদুল ইসলাম, এরিয়া ম্যানেজার মনিরুজ্জামান, এজেন্ট এড. সিরাজুল ইসলাম, এড. তামিম আহমেদ সোহাগ, এড মোস্তাফিজুর রহমান শাহনেওয়াজ, হুমাউন কবির, আসাদুজ্জামান প্রমুখ।
বক্তারা বলেন, ‘আমাদের সমাজে এখনও দেশের বিপুল জনগোষ্ঠী ব্যাংকিং সেবার বাইরে রয়েছে। তাদেরকে এই সেবার আওতায় আনতে এজেন্ট ব্যাংকিং চালু করা হয়েছে। এজেন্ট ব্যাংকিংয়ে যেহেতু গ্রাহকদের কোনো সার্ভিস চার্জ নেই, এজন্য গ্রাহকরা বিষয়টি ইতিবাচক ভাবে নিবেন বলে আমরা মনে করছি। এজেন্ট ব্যাংকিং সেবার আওতায় স্বল্প পরিমাণ টাকা নিজ হিসাবে জমা দেওয়া ও তোলা যাবে। বিদেশ থেকে আসা রেমিট্যান্স সংগ্রহ করা যাবে। ছোট আকারের ঋণ বিতরণ ও ঋণের কিস্তি আদায়, বিদ্যুৎ ও অন্যান্য ইউটিলিটি বিল পরিশোধ করা যাবে।’ এসময় স্থানীয় ব্যবসায়ী প্রতিনিধি ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মন্তব্য চালু নেই