সাতক্ষীরায় জামায়াত-বিএনপির ৫৩ কর্মী আটক
নাশকতার আশঙ্কায় সাতক্ষীরায় বিশেষ অভিযানে জামায়াত-বিএনপির ৫৩ কর্মীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার ভোর পর্যন্ত জেলার আট থানায় এই অভিযান চালানো হয়।
আটককৃতদের মধ্যে জামায়াত-শিবিরের ৫২ ও বিএনপির একজন কর্মী রয়েছে।
সাতক্ষীরা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) এনামুল জানান, বিশেষ অভিযানে জেলার সদর থানায় ১৪, কলারোয়ায় ১০, কালিগঞ্জে ১০, পাটকেলঘাটায় ৬ , শ্যামনগর থানায় ৫, আশাশুনিতে ৪ ও তালায় ৪ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের সাতক্ষীরা কোর্টে পাঠানো হয়েছে।
মন্তব্য চালু নেই