অধ্যাপক মরহুম আব্দুর রশীদ এর স্মরণ সভা অনুষ্ঠিত

সাতক্ষীরায় জামায়াত-বিএনপির নেতাকর্মীসহ ৭৭জন আটক

সাতক্ষীরা জেলার বিভিন্ন স্থানে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৭৭জন জামায়াত-বিএনপিসহ অন্যান্য মামলার আসামিকে আটক করেছে। রোববার ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। পুলিশের ডিএসবি শাখার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জেলায় আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষে পুলিশের এ অভিযান অব্যাহত আছে।
সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার মীর মোদাচ্ছের হোসেন এ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আটককৃতদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।
অধ্যাপক মরহুম আব্দুর রশীদ এর স্মরণ সভা অনুষ্ঠিত
DSC07961সাতক্ষীরা সিটি কলেজের অধ্যাপক ও স্টাফ’র সহ সভাপতি মরহুম আব্দুর রশীদ এর স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সন্ধ্যায় সাতক্ষীরা আহ্ছানিয়া মিনন মিলনায়তনে স্টিউডেন্টস ট্যালেন্ট এ্যাসিস্ট্যান্স ফোরাম (স্টাফ) এর আয়োজনে এ স্মরণসভায় সভাপতিত্ব করেন স্টাফ’র সহ সভাপতি সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের প্রাক্তণ অধ্যক্ষ প্রফেসর শেখ আব্দুল ওয়াদুদ। স্মরণসভায় বক্তব্য রাখেন সাতক্ষীরা আহ্ছানিয়া মিশনের সাধারণ সম্পাদ মোঃ আব্দুর রব ওয়ার্ছী, স্টাফ’র সহ সভাপতি অধ্যাপক মোজাম্মেল হোসেন, অধ্যাপক জাহাঙ্গীর আলম বাপ্পী, প্রাক্তণ ইউএনও জিয়াউদ্দীন আহমেদ, স্টাফ’র যুগ্ম সম্পাদক জি.এম সালাউদ্দীন, হাফেজ আব্দুর রউফ প্রমুখ। স্মরণ সভায় বক্তারা মরহুম অধ্যাপক আব্দুর রশীদ এর আত্মার মাগফিরাত কামনা করে বিভিন্ন স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন সাতক্ষীরা আহ্ছানিয়া মিশন জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা জাহাঙ্গীর আলম জিয়া। সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মুফতি আক্তারুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন আহ্ছানিয়া মিশন জামে মসজিদের মুয়াজ্জিন শেখ মাহতাব উদ্দীন, হাফেজ মেহেদী হাসান, দৈনিক কাফেলার স্টাফ রিপোর্টার আব্দুর রহমান মামুনুর রশীদ প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন স্টাফ’র সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম।



মন্তব্য চালু নেই