সাতক্ষীরায় জাতীয় মুসক দিবস উদযাপিত

‘সময় মত মুসক দিব, দেশ গড়ায় অংশ নেবো’- স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরায় জাতীয় মুসক দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সকালে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
কাস্টম এক্্রাইজ ও ভ্যাট কমিশনের আয়োজনে র‌্যালিটি শহরের পলাশপোল কাস্টম অফিস থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহরের নিউ মার্কেট মোড়ের শহিদ আলাউদ্দিন চত্বরে যেয়ে শেষ হয়।
র‌্যালী শেষে শহীদ আলাউদ্দীন চত্বরে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারি কমিশনার শরিফ মো. আলঅমিন, রাজস্ব কর্মকর্তা আব্দুল লতিফ, সহকারি কর্মকর্তা একেএম কামরুজ্জামান, সোহেল হাওলাদার, সোহেল উদ্দিন, নাজমুল হুদা, শামসুল হক, রেস্তরা মালিক সমিতির সভাপতি নুরুল হক, সাধারণ সম্পাদক লুৎফর রহমানসহ বিভিন্ন ব্যাবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ।



মন্তব্য চালু নেই