সাতক্ষীরায় কবিতা পরিষদ পুরস্কার পেলেন ৬ গুনীজন
আব্দুর রহমান : সাতক্ষীরা কবিতা পরিষদের আয়োজনে দ্বাদশ কবিতা উৎসব ২০১৬ উদ্যাপন হয়েছে। শনিবার (৫নভেম্বর) সকালে সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এ কবিতা উৎসবে কবিতা পরিষদের সভাপতি আমিনুর রশীদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কথা সাহিত্যিক অমর মিত্র।
দ্বাদশ কবিতা উৎসবে ৬জন গুনী ব্যক্তিকে কবিতা পরিষদ পুরস্কার ২০১৬ প্রদান করা হয়েছে। সাহিত্যে- শামসুজ্জামান, সংগীতে- তৃপ্তিমোহন মল্লিক, শিক্ষায়- অধ্যক্ষ আব্দুর রহমান, গবেষণায়- ড. মিজানুর রহমান, প্রবন্ধে- শুভ্র আহমেদ, কবিতায়- সালেহা আকতার, নাটকে- জি.এম সৈকত।
কবিতা উৎসবে আরো বক্তব্য রাখেন আলহাজ্ব কাজী মুহম্মদ অলিউল্লাহ, দ্বাদশ কবিতা উৎসবের আহবায়ক মন্ময় মনির, সাধারণ সম্পাদক সরদার গিয়াস উদ্দিন, যুগ্ম আহবায়ক শেখ সিদ্দিকুর রহমান, সিরাজুল ইসলাম, গাজী আজিজুর রহমান, পিয়াস মজিদ, বিশ্বজিৎ সাধু, স.ম তুহিন, শাহানা মুহিত, দিলরুবা রোজ, প্রফেসর আব্দুল মান্নান প্রমুখ। এসময় জেলার বিভিন্ন সাহিত্য সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য চালু নেই