সাতক্ষীরায় ইঞ্জিনভ্যান চাপায় তিন বছরের শিশু নিহত, আহত-০১

সাতক্ষীরার জোড়দিয়া নামক স্থানে সড়ক দূর্ঘটনায় ফারুক হোসেন নামের তিন বছরের এক শিশু নিহত হয়েছে। এসময় আহত হয়েছেন হোসেন আলী নামের এক ব্যক্তি। শনিবার সকালে জেলার বুধহাটা-ব্যাংদহা সড়কের জোড়দিয়া নামকস্থানে এ দূর্ঘটনাটি ঘটে। নিহত শিশু ফারুক হোসেন সদর উপজেলার জোড়দিয়া গ্রামের মারুফ হোসেনের ছেলে। এদিকে, আহত হোসেন আলীর বাড়ি দেবহাটা উপজেলার টিকেট গ্রামে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকালে শিশু ফারুক হোসেন বাড়ি থেকে বের রাস্তা পার হয়ে একটি মুদি দোকানে খাবার কিনতে যাওয়ার সময় একটি ইঞ্জিন চালিত ভ্যান তাকে চাপা দিয়ে চলে যায় । এ সময় ঘটনাস্থলেই নিহত হয় শিশু ফারুক হোসেন । এসময় আহত হন ইঞ্জিনভ্যান যাত্রী হোসেন আলী।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ বিষয়টি নিশ্চিত করেছেন।



মন্তব্য চালু নেই