ভারতীয় ঘোজাডাঙ্গা সিএন্ডএফ ইমপ্লয়েজ এ্যাসোসিয়েশনের নির্বচান
সাতক্ষীরার ভোমরা স্থল বন্দরের আমদানী-রপ্তানী কার্যক্রম বন্ধ
ভারতীয় ঘোজাডাঙ্গা সিএন্ড এফ এজেন্ট কার্গো ওয়েলফেয়ার ইমপ্লয়িজ এ্যাসোসিয়েশনের দ্বি বার্ষিক নির্বাচনের কারনে রোববার সকাল থেকে সাতক্ষীরার ভোমরা স্থল বন্দরের আমদানী-রপ্তানী কার্যক্রম বন্ধ রয়েছে।
ভোমরা বন্দর সিএন্ড এফ এ্যাসোসিয়েশনের সাবেক সাধারন সম্পাদক অহিদুল ইসলাম জানান, ঘোজাডাঙ্গা সিএন্ড এফ এজেন্ট কার্গো ওয়েলফেয়ার ইমপ্লয়িজ এ্যাসোসিয়েশনের দ্বি বার্ষিক নির্বাচনের কারনে সে দেশের সিএন্ডএফ নেতৃবৃন্দ রোববার আমদানী-রপ্তানী কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন বলে আমাদেরকে জানিয়েছেন। আর সে কারনেই ভোমরা স্থল বন্দর সিএন্ড এফ এ্যাসোসিয়েশনের ব্যবসায়ীরা আমদানী-রপ্তানী কার্যক্রম বন্ধ রেখেছেন।
ভোমরা শুল্ক ষ্টেশনের সহকারী কমিশনার শরিফ আল আমিন জানান, ঘোজাডাঙ্গা সিএন্ডএফ ইমপ্লয়িজ এ্যাসোসিয়েশনের নির্বাচনের কারনে তারা আমদানী-রপ্তানী কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়ায় ভোমরা স্থল সিএন্ড এফ এ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দও আমদানী রপ্তানী কার্যক্রম বন্ধ রেখেছেন।
মন্তব্য চালু নেই