সাতক্ষীরার বাঁশদহে আইচপাড়ার ব্রীজটির বেহাল দশা ॥ সংস্কারের গণদাবি স্থানীয়দের

সাতক্ষীরা সদর উপজেলার বাঁশদহা ইউনিয়নের আইচপাড়ার নৌ-খালের উপর নির্মিত ব্রীজটি দীর্ঘদিন সংস্কার না হওয়ায় বেহাল দশায় রূপ নিয়ে বিপদ সঙ্কুলে পরিনত হয়েছে। ব্রীজটির সংস্কারের গণদাবি তুলেছে স্থানীয় হাজারও মানুষ। ব্রীজটির এক পাশে হাওয়ালখালী, কাওনডাঙ্গা, পাঁচরখী গ্রাম এবং অপর পাশে আছে দক্ষিণ ও উত্তর কামার বায়সা, বারুইবায়সা, গবিন্দকাটি গ্রাম। উভয় পাশের এ ৭/৮ টি গ্রামের মানুষের চলাচলের একমাত্র মাধ্যম এবং দীর্ঘ দিনের সেতুবন্ধন হিসাবে পরিচিত আইচপাড়ার এ ব্রীজটি। কিন্তু অতি সম্প্রতি ব্রীজটি একপাশের রেলিং সম্পূর্ণ ভেঙ্গে পড়ে গিয়েছে, মাঝে মাঝে ছোট বড় ফাটলের চিহ্ন, প্লাষ্টার খসে রডগুলো বেরিয়ে পড়েছে। আর এমন অবস্থা চলতে থাকলে হয়ত অতিশ্রীঘ্রই ঘটে যেতেপারে প্রানহানীর মত বড় দূর্ঘটনা। উভাই পাশের বাসিন্দারা স্থানীয় হাটবাজারে কৃষিপন্য নিতে, শিক্ষার্থীরা স্কুল কলেজে যেতে এবং সাধারন মানুষ ব্যাংক, বীমা ও অফিস আদালতে যেতে আইচপাড়ার এ ব্রীজটি ব্যবহার করে থাকে বলে স্থানীয় সূত্রে জানা যায়। তাই কতৃপক্ষের কাছে সাধারণ মানুষের গন দাবি এ বেহাল দশা পূর্ণ ব্রীজটির সংস্কার করে প্রাণ ঘাতীর মত এ বিপদ সঙ্কুল হতে মানুষকে রক্ষা করবেন।



মন্তব্য চালু নেই