সাতক্ষীরার বাঁশদহা বাজার হতে রামেরডাঙ্গা পর্যন্ত প্রায় ৬ কি.মি. রাস্তাটির বেহালদশা ॥ প্রয়োজন জরুরী সংষ্কার
সাতক্ষীরার সদর উপজেলার বাঁশদহা বাজার থেকে রেউই বাজার হয়ে রামেরডাঙ্গা পর্যন্ত প্রায় ৬ কিলোমিটার রাস্তাটি বেহাল দশায় পরিণত হয়েছে। ফলে জনদুর্ভোগ উঠেছে চরমে। সরেজমিনে পরিদর্শণ করে দেখা যায়, রাস্তার অধিকাংশ স্থানে ছোট-বড় গর্তের সৃষ্টি হয়ে খানা-খন্দকে পরিণত হয়ে চলাচলের অনুপোযোগী হয়ে পড়েছে। হাজারও মানুষের ব্যবহৃত জনগুরুত্বপূর্ণ ব্যস্ততম এ রাস্তার এমন অবস্থায় ক্ষোভ প্রকাশ করেছে স্থানীয় অনেকে। স্থানীয় বাসিন্দারা পাশ্ববর্তী কলারোয়া এবং সদর উপজেলার লোকজন জেলা সদরে যাতায়াতের জন্য এ রাস্তাটি ব্যবহার করে থাকে। রাস্তার আধিকাংশ স্থানে পিচ, খোয়া উঠে কার্পেটিং এর লেশমাত্র নাই। এমন বিপদ সঙ্কুলে পরিণত হয়েছে যে, রীতিমত ঝুকি নিয়ে চলছে নছিমন, করিমন, ইজিবাইক, মটরসাইকেল, পিকআপ, ট্র্রাকসহ হালকা ও ভারী যান। প্রতিনিয়ত সমস্যার সম্মুখীন হতে হচ্ছে স্কুল-কলেজ, মাদ্রাসা গামী ছাত্র-ছাত্রীদের। এ রাস্তা দিয়ে শিক্ষার্থীদের সময়মত শ্রেনী কক্ষে উপস্থিত, পরীক্ষা সহ অন্যান্য গুরুত্বপূর্ণ কাজে যোগদিতে বেগ পেতে দেখা গেছে। এছাড়াও এলাকার কৃষকরা তাদের কৃষিপণ্য স্থানীয় হাট বাজার গুলোতে সময় মত পৌছাতে না পারায় দারুন লোকশানে কেনা-বেচা করতে হয়। অথচ সংশ্লি¬ষ্টদের নেই কোন মাথা ব্যাথা। তাই ভূক্তোভোগীদের দাবি, স্থানীয় জনপ্রতিনিধি সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন বিষয়টির দিকে সুনজর দিয়ে জরুরী ভিত্তিতে সংস্কার করে জনদূর্ভোগ থেকে জনসাধারণকে মুক্তি দেন।
মন্তব্য চালু নেই