সাতক্ষীরার দেবহাটায় ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন

সাতক্ষীরার দেবহাটায় ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে। রবিবার সকাল ১১ টায় দেবহাটা কৃষি সম্প্রসারন অধিদপ্তর আয়োজিত উপজেলা প্রানী সম্পদ চত্বর প্রাঙ্গনে ৩ দিনব্যাপী ফলদ বৃক্ষ মেলার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্জ্ব আব্দুল গনি। উপজেলা নির্বাহী কর্মকর্তা আনম তরিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুজন মজুমদার। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মিসেস নাজমুন্নাহার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জীব কুমার দাশ, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা শ্বাশ্বতী ছন্দা দেবনাথ, চাষী আলহাজ্জ্ব ইনতাজ আলী, নার্শারী মালিক নুর মোহাম্মাদ প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মাদ আলী। এর আগে একটি বর্নাঢ্য র‌্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। মেলায় বিভিন্ন এলাকার নার্শারী মালিকেরা বিভিন্ন প্রজাতির ফলদ ও বনজ বৃক্ষের চারা নিয়ে ষ্টল প্রদর্শন করেন।



মন্তব্য চালু নেই