সাতক্ষীরার দেবহাটায় চাষীদের মাঝে সব্জি বীজ বিতরন
সাতক্ষীরার দেবহাটায় প্রান্তিক চাষীদের মাঝে সবজি বিতরণ করা হয়েছে। ইউ.এস.এইড এর আর্থিক সহোযোগীতায় ওয়ার্ল্ড ফিস কর্তৃক পরিচালিত এ.আই.এন প্রকল্পের বুধবার বিকালে নোড়ারচক গ্রামের ২৫জন চাষীদের মাঝে সম্প্রসারন সহায়ক উত্তম চক্রবর্তী তার চাষীদের মাঝে সব্জি বিতরন করেন। এসময় উপস্থিত ছিলেন সুপার ভাইজার শফিকুল ইসলাম ও এলাকার জন প্রতিনিধি মিজানুর রহমান। সাতক্ষীরা অঞ্চলের ২৮৪০ জন চাষীদের মাঝে ঘের পাড়ে ও বসত বাড়ীতে লাগানোর উপযোগী সব্জি বীজ বিতরণ করা হচ্ছে। এ সমস্ত বীজের মধ্যে রয়েছে লাউ, শসা, মিস্টি কুমড়া ও করলা। উল্লেখ্য, ওয়ার্ল্ডফিস উক্ত প্রকল্প সহায়তায় ২০১২ সাল থেকে খুলনা, বাগেরহাট এবং সাতক্ষীরা জেলার ১৪ টি উপজেলাতে প্রায় ৪০হাজারচাষীর মাঝে ১৬০০ গ্রুপে বিভক্ত করে (প্রতি গ্রুপে ২৫জন করে) মাছ ও চিংড়ি চাষ প্রশিক্ষণের পাক্ষিক ৮টি ব্যবহারিকের পাশাপাশি তাত্ত্বিক প্রশিক্ষণ পরিচালনা করে আসছে। প্রতিটি ঘের পাড়কে সবুজে সুশোভিত করা বীজ দেওয়ার একটি লক্ষ্য। এই বীজ বিতরণ গত বছর থেকে শুরু হয়েছে। যার সুফল অনেক চাষী ইতোমধ্যে পেতে শুরু করেছে। অতি বৃষ্টিতে নোনা অঞ্চলের ঘেরের পানির লবনাক্ততা কমে যেয়ে যখন ১-২ পিপিটিতে আসে এবং এ সময়ে চাষী যেমন সাদা মাছের চালাই পোনা ঘেরে ছেড়ে বিপুল লাভবান হয়, পাশাপাশি বৃষ্টির কারণে চওড়া বা প্রসস্ত ঘের পাড়ের মাটির উপরিতলের লবনাক্ততা ধুয়ে মিষ্টি মাটির আদলে আসলে সেখানে সব্জি লাগালে তার ফলনও বাম্পার হয়। শুধু তাই নয় অনেক দরিদ্র চাষী এ জাতীয় সব্জি বীজ তার ছোট্টবসত বাড়ীর আঙ্গিনায় লাগিয়ে নিজের ও সামাজিক চাহিদা মেটাতে পারে।
মন্তব্য চালু নেই