সাতক্ষীরার দেবহাটায় চাষীদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরন
সাতক্ষীরার দেবহাটা উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে আমন ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বৃহষ্পতিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে বিনামূল্যে বীজ ও সার বিতরন করা হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ সুজন মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত বীজ বিতরন অনুষ্ঠানের উদ্বোধন করেন দেবহাটা উপজেলা চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্জ্ব আব্দুল গনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে দেবহাটা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুব আলম খোকন, উপজেলা প্রকৌশলী আব্দুল হামিদ মাহমুদ, উপজেলা হিসাবরক্ষন কর্মকর্তা আব্দুস সামাদ, উপজেলা প্রানী সম্পদের ভারপ্রাপ্ত কর্মকর্তা আলাউদ্দীন মাসুদ, সাংবাদিক আর.কে.বাপ্পা ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোল্লা আব্দুর রশিদ। এসময় কৃষি সম্প্রসারন অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ, গন্যমান্য ব্যক্তিবর্গ ও চাষীবৃন্দরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান আব্দুল গনি চাষীদের দেশের অর্থনৈতিক চালিকা শক্তি আখ্যায়িত করে বলেন, আপনাদের (চাষীদের) গায়ের ঘাম ঝরানো কষ্টার্জিত ফসল উৎপাদনের ফলে আজ আমরা খাদ্যে স্বয়ৎ সম্পূর্ন্ন। তিনি চাষীদেরকে কৃতজ্ঞতা জানিয়ে সরকার যে উদ্দ্যেশ্য নিয়ে বিনামূল্যে সার বীজ প্রদান করছে সে লক্ষ্য সঠিকভাবে বাস্তবায়নের জন্য আহবান জানান। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মাদ আলী। শেষে উপজেলার ৫ টি ইউনিয়নের মোট ১০০ জন চাষীদের প্রতিজনকে নেরিকা প্রজাতির ধান বীজ ১০ কেজি, ডিএপি সার ২০ কেজি এবং এমওপি সার ১০ কেজি করে প্রদান করা হয়।
মন্তব্য চালু নেই