সাতক্ষীরার ঝাউডাঙ্গায় ফেনসিডিলসহ বিভিন্ন মালামাল উদ্ধার

সাতক্ষীরার ঝাউডাঙ্গা বিশেষ সীমান্ত ফাঁড়ির বিজিবির পৃথক পৃথক অভিযানে ফেনসিডিল, শাড়ি সহ বিভিন্ন ভারতীয় মালামাল উদ্ধার করেছে। বিজিবি সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে ঝাউডাঙ্গা বিশেষ বিওপির ক্যাম্পের বিজিবি জোয়ানেরা কলারোয়া উপজেলা দমদম ইট ভাটা ও সদর উপজেলা ছয়ঘরিয়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে ২লক্ষ ১৩হাজার ৫শত টাকার ভারতীয় শাড়ি, চাদর, দুধ, দুলালের তাল মিছরি, জিরা উদ্ধার করেছে।

5555555555555

এর আগে বুধবার রাতে একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, সদর উপজেলার ভবানিপুর মাঠ দিয়ে একটি চোরাচালানি দল ভারত থেকে ফেনসিডিল নিয়ে আসছে। এমন সংবাদের ভিত্তিতে পূর্বে থেকেই মাঠের মধ্যে বিডিআর টহল দল অপেক্ষা করতে থাকে। চোরাচালানিরা মাঠের মধ্যে আসা মাত্রই বিডিআর জোয়ানরা তাদেরকে ধাওয়া করলে বস্তা ভর্তি ফেনসিডিল ফেলে পালিয়ে যায়। এসময় বস্তার ভিতর থেকে ১৬০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এসব পণ্য উদ্ধারকালে কাউকে আটক করা সম্ভব হয়নি।



মন্তব্য চালু নেই