সাতক্ষীরার ঝাউডাঙ্গার কিছু খবর

সাতক্ষীরার ঝাউডাঙ্গায় ঘোড়াদৌড়ে বিজয়ী ঝড়ের পাখি, রাজা, বুলেট ও রাণী

সাতক্ষীরা সদর উপজেলার পাথরঘাটায় ঘোড়া ছুট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ঝাউডাঙ্গা ইউনিয়নের পাথরঘাটা মাঠে মহান বিজয় দিবস উপলক্ষ্যে মঙ্গলবার দুপুরের দিকে স্থানীয় বন্ধু মহল এ ঘোড়দৌড় বা ঘোড়া ছুট প্রতিযোগীতার আয়োজন করে। প্রতিযোগীতায় ২৭ পয়েন্ট পেয়ে ১ম পুরস্কার জেতেন কেশবপুরের জনাব আলীর ঘোড়া ‘ঝড়ের পাখি’। ২৪ পয়েন্ট পেয়ে ২য় পুরস্কার জিতে নেন কয়রার ইব্রাহিম শিকারীর ঘোড়া ‘রাজা’, ৩য় পুরস্কার জিতে নেন কালিগঞ্জের আলতাফ হোসেনের ঘোড়া ‘বুলেট’ ও ৪র্থ পুরস্কার জিতে নেন বৈকারীর কালুর ঘোড়া ‘রাণী’। পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে ১১ নং ঝাউডাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আজমল উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম মোরশেদ। বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীর বাস মালিক সমিতির সহ.সভাপতি আশরাফুল ইসলাম, সাতক্ষীরা সদর থানা যুবলীগের যুগ্ন আহবায়ক জাহিদ হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী বদর উদ্দীন, বিশিষ্ট ব্যবসায়ী শাহাজাহান আলী প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন ঝাউডাঙ্গা কলেজের প্রভাষক অহিদুল ইসলাম ও রিপন হোসেন।

 

গ্রামীনফোনের কাস্টমার কেয়ার এর শুভ উদ্বোধন:99999999

সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা বাজারের রায় সিম হাউজে গ্রামীনফোনের কাস্টমার কেয়ার এর শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুর ১২টায় গ্রামীন ফোনের সিনিয়র এক্সিকিউটিভ অফিসার শেখ মাহিউল ইসলাম ফিতা কেটে শুভ উদ্বোধন ঘোষনা করেন। এসময় উপস্থিত ছিলেন গ্রামীনফোন সাতক্ষীরা এর সুপারভাইজার কামরুজ্জামান (অলি), রায় সিম হাউজের প্রোপাইটার শ্রী মনোরঞ্জন রায়, গ্রামীনফোন ঝাউডাঙ্গা কাস্টমার কেয়ারের ম্যানেজার শ্রী উৎপল কুমার রায়, আব্দুল হাকিম, শ্রী উজ্জ্বল কুমার রায়, ব্যবসায়ী শফিকুর রহমান, ডাঃ মোশারাফ হোসেন, রাসেল হোসেন, তরিকুল ইসলাম, জাবিদ হোসেন, জোবায়ের হোসেন সহ বাজারের ব্যবসায়ী বৃন্দ।
এসময়  গ্রামীনফোনের সিনিয়র এক্সিকিউটিভ অফিসার শেখ মহিউল ইসলাম সকলের উদ্দেশ্যে বলেন, এখন থেকে গ্রামীনফোনের সকল সেবা ও সুযোগ সুবিধা এখান থেকে নিতে পারবেন।

ঝাউডাঙ্গায় আ.লীগের উদ্যোগের মহান বিজয় দিবস পালন:
33333333333মহান বিজয় দিবস উপলক্ষে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগের বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে বিজয় দিবস উয্যাপন করা হয়েছে। সকাল ৭টায় জাতীয় পতাকা উত্তোলন। সকাল সাড়ে ৭টায় ইউনিয়ন আওয়ামী লীগের প্রসেষ্টায় ঝাউডাঙ্গা ডিগ্রী কলেজ, ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়, ঝাউডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোবিন্দকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঝাউডাঙ্গা গালর্স হাইস্কুল, ঝাউডাঙ্গা আলহেরা মডেল একাডেমী, পাথরঘাটা প্রী-ক্যাডেট স্কুল সহ সকল প্রতিষ্ঠানের সাথে সমন্বয় করে বিশাল এক বিজয় র‌্যালি ঝাউডাঙ্গা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে ঝাউডাঙ্গা হাইস্কুল ফুটবল মঠে শহিদ মিনার চত্ত্বরে সমবেত হয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ঝাউডাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রমজান আলী বিশ্বাস। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মাস্টার আনিছ উদ্দীন, ঝাউডাঙ্গা ডিগ্রী কলেজের অধ্যক্ষ খলিলুর রহমান, ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম, ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম। উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক অমরেন্দ্র নাথ ঘোষ, ইউপি সদস্য আয়জদ্দীন মোড়ল, রজব আলী বিশ্বাস, মোঃ রফিকুল ইসলাম, আব্দুল গনি, মোহসেনায়ারা প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন সদর থানা যুবলীগের যুগ্ন আহবায়ক জাহিদ হোসেন।

20141216_095210ঝাউডাঙ্গা মাদরাসায় মহান বিজয় দিবস পালন:
সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইসলামিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে সকাল সাড়ে ৯টায় এক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝাউডাঙ্গা মাদ্রাসার অধ্যক্ষ আবু সালেহ মোঃ তোফায়েল হোসেন। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ১১ নং ঝাউডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চাঁদপুর কলেজের প্রভাষক রেজাউল ইসলাম, মাদ্রাসার প্রতিষ্ঠাতা কারী সিরাজুল হক, সহকারী অধ্যক্ষ মাওঃ আব্দুল মজিদ, প্রভাষক ইকবল হোসেন প্রমুখ।



মন্তব্য চালু নেই