সাতক্ষীরার খবর (৪/৭/১৪)

## জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা
জেলা প্রতিনিধি :‘অন্ন-বস্ত্র-বাসস্থান, মাছ চাষে সমাধান’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ত মান সরকারে সময়ে মৎস্য সেক্টরে অগ্রগতি বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১১টায় জেলা মৎস্য ভবনে মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুল অদুদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক নাজমুল আহসান। এছাড়া বক্তব্য রাখেন- আজহারুল ইসলাম, নাজমুন নাহার , আব্দুল কলাম প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুল বারী।

## লাইফ লাইন সংস্থায় ইফতার মাহফিল
জেলা প্রতিনিধি : সাতক্ষীরায় ও আছাদ ইলেকট্রনিক্স এর যৌথ আয়োজনে পবিত্র রমজান শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ৪ রমজান শহরের স¤্রাট প্লাজা এন্ড কমিউনিটি সেন্টারে লাইফ লাইন সংস্থার নির্বাহী পরিচালক মোঃ আছাদুল ইসলামের সভাপতি প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর আলহাজ্ব মাসুম বিল্লাহ শাহীন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লাইফ লাইন বৃত্তি প্রকল্পের পরিচালক জিল্লুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী মীর তাজুল ইসলাম রিপন, আফজালুল করিম বিপু। ইফতার মাহফিল অনুষ্ঠানে পবিত্র রমজানের গুরুত্ব ও তাৎপর্য বিষয়ক আলোচনা এবং দোয়া অনুষ্ঠান পরিচালন করেন বাইতুর নূর জামে মসজিদের ইমাম হাফেজ গাউছুল আজম। এসময় উপস্থিত ছিলেন আব্দুল আলিম, আশরাফুল ইসলাম খোকন, ফরিদ, লিটন, আলমগীর হোসেনসহ স্থানীয় গন্যমান্য সুধিজন।



মন্তব্য চালু নেই