সাতক্ষীরার কলারোয়া সীমান্তের বিপরীতে ভারতে আটক শিশুসহ ৬জন বাংলাদেশিকে হস্তান্তর
সাতক্ষীরার কলারোয়া সীমান্তের বিপরীতে ভারতে আটক শিশুসহ ৬জন বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ। শনিবার দুপুরে উপজেলা চান্দা সীমান্তে অনুষ্ঠিত পতাকা বৈঠকের মাধ্যমে তাদেরকে মাদরা বিওপির বিজিবি কাছে ফেরত দেয় ভারতের বিথারী ক্যাম্পের বিএসএফ। এঘটনায় কলারোয়া থানায় পাসপোর্ট আইনে মামলা (নং-৬,তাং-৫/৭/১৪ইং) হয়েছে। হস্তান্তরকৃতরা হলো- পিরোজপুর জেলার বাগমারা গ্রামের মৃত গোপাল চন্দ্র নাথের পুত্র যতীন্দ্র নাথ (৭৫), যশোর জেলার কেশবপুর থানার ফতেপুর গ্রামের মজিবর মোড়লের পুত্র ইমরান হোসেন (২০), ইমরানের স্ত্রী শারমিন খাতুন (১৮), সাতক্ষীরার আশাশুনির কচুয়া গুনগারকাটি গ্রামের মৃত কুদ্দুস খানের পুত্র আলমগীর খান (২৭), আলমগীরের পুত্র ইমন খান (৫) ও কুলিয়া গ্রামের সিরাজুল ইসলামের পুত্র নয়ন হোসেন (৯)। জানা গেছে, শনিবার সকালে তারা কলারোয়া সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করলে বিথারী ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদেরকে আটক করে। বেলা ১টার দিকে উপজেলার চান্দা সীমান্তের ১৩/৩ আর ১৩ এসআর পিলারের সন্নিকটে অনুষ্ঠিত পতাকা বৈঠকের মাধ্যমে আটককৃতদের মাদরা বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। পরে তাদের কলারোয়া থানায় সোপর্দ করা হয়।
মন্তব্য চালু নেই