সাতক্ষীরার কলারোয়া সীমান্তে মহিলাসহ ৭ ব্যক্তি আটক
কলারোয়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় মহিলাসহ ৭ ব্যক্তিকে আটক করেছে বিজিবি জোয়ানরা । আটককৃতরা হলো: ফরিদপুর জেলা সদরের আলম ফকিরের পুত্র রিপন ফকির(৩৩) ও তার স্ত্রী রেহেনা বেগম(২৬), নড়াইল জেলার কলাবাড়িয়ার ইসতার শেখের পুত্র রবিউল শেখ(৩০), জালাল ফকিরের পুত্র মোস্তাক ফকির(২৮), জাফর শেখের পুত্র সোহাগ শেখ(১৮), সাত্তার শেখের পুত্র নাজমুল শেখ(১৭) এবং নাছির তালুকদারের পুত্র কামরুল তালুকদার(৩০)। থানা সূত্রে জানা গেছে, বুধবার সকাল ৮ টার দিকে কায়বা বিজিবি ক্যাম্পের সুবেদার শেখ ফায়েক উদ্দিনের নেতৃত্বে বিজিবি জোয়ানরা কলারোয়ার সীমান্তবর্তী রামভদ্রপুর গ্রামের ন’কাটি বিল সংলগ্ন বটতলা মোড় থেকে ওই মহিলাসহ ৭ ব্যক্তিকে আটক করেন। আটককৃতদের কলারোয়া থানায় সোপর্দ করা হয়েছে বলে জানা গেছে।
মন্তব্য চালু নেই