সাংবাদিক ও পুলিশ মুদ্রার এপিট-ওপিট

সাতক্ষীরার কলারোয়া প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে ওসির মতবিনিময়

সাতক্ষীরার কলারোয়া প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন থানার নবাগত ওসি। বুধবার বিকেলে কলারোয়া প্রেসক্লাবে ওই মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। কলারোয়া প্রেসক্লাবের সভাপতি গোলাম রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আবু সালেহ মাসুদ করিম। প্রেসক্লাবের নির্বাহী সদস্য শিক্ষক দীপক শেঠের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি ইউপি চেয়ারম্যান অধ্যাপক এমএ কালাম, সা. সম্পাদক প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক আরিফ মাহমুদ, সাবেক সা.সম্পাদক শেখ মোসলেম আহম্মেদ, আনোয়ার হোসেন ও শেখ জুলফিকারুজ্জামান জিল্লু এবং দপ্তর ও প্রচার সম্পাদক আব্দুর রহমান। ওসি মাসুদ করিম বলেন, সাংবাদিক ও পুলিশ মুদ্রার এপিট-ওপিট। উভয়ের উদ্দেশ্য ও কর্মকান্ড অনেকটা একই। তিনি আরো বলেন, সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ ও মাদকবাদকে যেকোন মূল্যে প্রতিহত করা হবে। এজন্য সাংবাদিকসহ সকলের সহযোগিতা কামনা করেন তিনি। সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ.সভাপতি হাসান মাসুদ পলাশ, নির্বাহী সদস্য মনিরুল ইসলাম মনি, সদস্য তাওফিকুর রহমান সনজু, এমএ সাজেদ, দৈনিক অনির্বাণের নির্বাহী সম্পাদক বুলু আহম্মেদ, সাতক্ষীরা টুডে’র ব্যবস্থাপনা সম্পাদক জাকির হোসেন, সাংবাদিক সুজাউল হক, গোলাম রসুল, ফিরোজ জোয়ার্দ্দার, ডা. আসাদুজ্জামান আসাদ, মাস্টার আমজাদ হোসেন প্রমুখ।



মন্তব্য চালু নেই