সাতক্ষীরার আশাশুনি ব্রীজের বেহাল দশা
সাতক্ষীরার আশাশুনি মরিচ্চাপ নদী ব্রীজের দু’টি পাত বসে যাওয়ায় আবারও যানবাহন চলাচল বন্দের উপক্রম হয়েছে। যে কোন মুহুর্তে বড় ধরনের দুর্ঘটনার সম্ভাবনা বিরাজ করছে। গুরুত্বপূর্ণ ব্রীজটি বিগত ৫/৭ বছর যাবৎ নষ্ট হয়ে আছে। মাঝে মধ্যে দু/চারটি পাত পরিবর্তন, কিছু পাতে পট্টি-ঝালাই দেয়ার মাধ্যমে ব্রীজটি চালু রাখা হলেও, তা ছিল খুবই নাজুক ও হুমকী পূর্ণ। ব্রীজটি এলাকাবাসীর জন্য মরণ ফাঁদে পরিণত হয়েছে বললেও অত্যুক্তি হবে না। প্রতিদিন ব্রীজে ২/১ টি সড়ক দুর্ঘটনা এবং পথচারীদের পা ভাঙ্গা ও ফেটে থাকা পাতের ভিতরে ঢুকে গিয়ে জখম হচ্ছে। অনেক পথচারী পঙ্গুত্ববরণ করেছে। কয়েক ব্যক্তি মুত্যুবরণ করেছে। যানবাহনের চাকা আটকে যাওয়ায় ঘন্টার পর ঘন্টা ব্রীজ ব্যবহার বন্দ হয়ে থাকে। ১ মাস আগে ব্রীজটি সম্পূর্ণভাবে বন্দের পর্যায় চলে যায়। বাস, ট্রাক, মাইক্রোসহ ভারী যানবাহন চলাচল বন্দ ছিল। এনিয়ে সকল পর্যায়ে প্রচেষ্টা চালানোর পর বেশ কিছু পুরাতন পাত ও সামগ্রী আনা হলেও তা ব্রীজের মুখে ফেলে রাখা হয়েছে। সেগুলো ব্যবহার না করে কয়েকটি পট্টি দিয়ে যানবাহন চলাচলের ব্যবস্থা করা হয়। কয়েকদিন যেতে না যেতেই আবারও অবস্থার অবনতি। সাতক্ষীরা টু ঘোলা সড়কের মিনিবাস চলাচল ২/১ দিনের মধ্যে বন্ধ হতে পারে বলে আশংকা করা হচ্ছে। বিষয়টি নিয়ে আর কত খেল খেলবেন সংশ্লিষ্টরা, এ প্রশ্ন এলাকার সচেতন মহলের। উর্দ্ধতন কর্তৃপক্ষ আশাশুনিবাসীর প্রতি একটু সদয় হবেন কি?
মন্তব্য চালু নেই