সরকার মৎস্য সেক্টরে অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে
আব্দুর রহমান, সাতক্ষীরা : ‘জল আছে যেখানে মাছ চাষ সেখানে’ এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরায় মৎস্য সপ্তাহের মূল্যয়ন, পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা মৎস্য অফিসের আয়োজনে জেলা মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুল অদুদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর ২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
এসময় তিনি বলেন, ‘মৎস্য আমাদের জাতীয় সম্পদ। মৎস্য চাষের মাধ্যমে দেশের দারিদ্র্য বিমোচন করা সম্ভব। আওয়ামীলীগ সরকার মৎস্য সেক্টরের উন্নয়নে নানামুখী পদক্ষেপ অব্যাহত রেখেছে। জননেত্রী শেখ হাসিনা সরকার মৎস্য সেক্টরে অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে। আগামী দিনে সাতক্ষীরা জেলার প্রতিটি পুকুর, জলাশয়ে মাছ চাষ করতে হবে এবং এ অঞ্চল থেকে মাছ চাষের পাশাপাশি কাঁকড়া রপ্তানি করেও প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জিত হচ্ছে, এটা ধরে রাখতে হবে।’
সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক এ.এন.এম মঈনুল ইসলাম, জাতীয় চিংড়ী চাষি সমিতির সভাপতি সাবেক মন্ত্রী ডাঃ আবতাবুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা জি.এম.এ গফুর প্রমুখ।
সমাপনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এল্লারচর চিংড়ী গবেষণা কেন্দ্রের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা নাজমুল হুদা। এছাড়া আরো বক্তব্য রাখেন আশরাফুল করিম ধনী, আজহারুল হক পলাশ, মোখলেছুর রহমান, কাজী আফসার হোসেন, মোঃ আব্দুর রব, রফিকুল ইসলাম প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সদর উপজেলা মৎস্য অফিসার আব্দুল বারী প্রমুখ।
মন্তব্য চালু নেই