শ্যামনগরে হিন্দু-বেীদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভা
শুক্রবার দুপুরে সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় শীতলা তলা মন্দির চত্তরে বাংলাদেশ হিন্দু-বেীদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ শ্যামনগর উপজেলা শাখার এক সভা অনুষ্টিত হয়।
বাংলাদেশ হিন্দু-বেীদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ শ্যামনগর উপজেলা শাখার আহবায়ক অসীম কুমার মৃধার সভাপতিত্বে সভায় অতিথির বক্তব্য রাখেন জেলা জজ কোর্টের বিশেষ পিপি এড.জহুরুল হায়দার বাবু।বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু-বেীদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ শ্যামনগর উপজেলা শাখার সদস্য সচিব শিক্ষক সনজিত কুমার দাশ,সদস্য প্রধান শিক্ষক জয়দেব কুমার বিশ্বাস,সদস্য রনজিৎ দেবনাথ,জেলা সাংগাঠনিক সদস্য কিরণ শংকর চ্যাটার্জী, সদস্য ভবতোষ মন্ডল জেলা সদস্য বিষ্ণু পদ মন্ডল,পদ্মপুকুর ইউপি সভাপতি পথিক মন্ডল,অমরেন্দ্র পরামান্য-কৈখালী,পরিতোষ মন্ডল-রমজাননগর,মধুজিৎ রপ্তান-মুন্সিগঞ্জ,অসিত মল্লিক-হরিনগর,রামরঞ্জন মন্ডল-কৈখালী,কানাই বর্মন-রমজাননগর,সুব্রত কুমার-শ্যামনগর প্রমুখ।সভায় আগামী ২৩ শে জানুয়ারী ঢাকায় মহাসমাবেশ ও মার্চে উপজেলা সম্মেলন সফল করার লক্ষ্যে আলোচনা করা হয়।
মন্তব্য চালু নেই