শ্যামনগরে স্বাধীনতা দিবসে৭ গুণি ব্যক্তিকে স্বাধীনতা সম্মাননা
সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে শুক্রবার সন্ধ্যায় উপজেলা পরিষদ চত্তরে শ্যামনগরের ৭ গুণি ব্যক্তিকে স্বাধীনতা সম্মাননা প্রদান করা হয়।
সম্মাননা প্রাপ্ত ৭ গুণি ব্যক্তি হল সংস্কৃতিতে- প্রয়াত অনিমেষ ব্যানার্জী,শিক্ষায় প্রয়াত- খাঁন আনসার উদ্দীন,সমাজ সেবায়-প্রয়াত কাশীমাড়ি ইউপি চেয়ারম্যান গাজী আব্দুল হামিদ,ক্রীড়ায়-প্রয়াত মাষ্টার রফিকুল আলম,মুক্তিযুদ্ধে অবদানের জন্য-শেখ আতিয়ার রহমান,কৃষিতে-বেসরকারী প্রতিষ্টান বারসিক ও রতœ গর্ভা মাতা হিসেবে বর্তমান এমপি এস এম জগলুল হায়দারের মাতা জেবুন্নেছা জলিল।
শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার আবু সায়েদ মোঃ মনজুর আলমের সভাপতিত্বে সম্মাননা পদক অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্য সহ পদক প্রদান করেন সাতক্ষীরা-৪ আসনের এমপি এস এম জগলুল হায়দার।
শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার ভূমি আহসান উল্লাহ শরিফীর সঞ্চালনায় অনুষ্টানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফারুক আহম্মেদ,উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এস এম আতাউল হক দোলন,কালীগঞ্জ রোকেয়া মনসুর মহিলা কলেজের অধ্যক্ষ জাফরুল আলম বাবু,স্বাধীনতা সম্মাননা প্রাপ্ত গাজী আব্দুল হামিদের স্ত্রী শাহানা হামিদ,সম্মাননা প্রাপ্ত অনিমেষ ব্যানার্জীর কন্যা চন্দ্রিকা ব্যানার্জী,সম্মাননা প্রাপ্ত মাষ্টার রফিকুল আলমের কন্যা আফরোজা খাতুন,সম্মাননা প্রাপ্ত বারসিকের পক্ষে আঞ্চলিক সমন্বয়কারী শাহীন ইসলাম প্রমুখ।
সম্মাননা পদক গ্রহণ করেন প্রয়াত অনিমেষ ব্যানার্জীর পক্ষে কন্যা নকশীকাঁথার পরিচালক চন্দ্রিকা ব্যানার্জী, প্রয়াত- খাঁন আনসার উদ্দীনের পক্ষে পুত্র খাঁন আব্দুস সালাম, প্রয়াত কাশীমাড়ি ইউপি চেয়ারম্যান গাজী আব্দুল হামিদের পক্ষে স্ত্রী শাহানা হামিদ, প্রয়াত মাষ্টার রফিকুল আলমের পক্ষে কন্যা আফরোজা খাতুন, শেখ আতিয়ার রহমানের পক্ষে স্ত্রী মাকসুরা রহমান, -বেসরকারী প্রতিষ্টান বারসিকের পক্ষে শাহীন ইসলাম ও মাতা জেবুন্নেছা জলিল নিজেই।
অনুষ্টানে অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ সেবক আফজালুল হক,শ্যামনগর প্রেসক্লাব সভাপতি আকবর কবীর,মুন্সিগঞ্জ ডিগ্রী কলেজের প্রভাষক মোঃ মোশারফ হোসেন প্রমুখ।সম্মাননা প্রদান ও আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টান অনুষ্টিত হয়।
মন্তব্য চালু নেই