শ্যামনগরে পরিবেশ বিষয়ক কবিতা পাঠের আসর

সাতক্ষীরা জেলার শ্যামনগরের সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে পরিবেশ বিষয়ক স্বরচিত কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় গবেষণা প্রতিষ্ঠান বারসিক ও সুন্দরবন স্টুডেন্টস সলিডারিটি টিম যৌথভাবে সৃজনশীল মেধা বিকাশ ও পরিবেশ বিষয়ক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এই আসরের আয়োজন করে।

আসরে বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ২০ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে প্রথম স্থান অধিকার করে প্রিয়া মন্ডল, দ্বিতীয় স্থান আমেনা খাতুন এবং তৃতীয় স্থান অধিকার করে পার্বতী মন্ডল।

পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রশান্ত কুমার বৈদ্য। আরও উপস্থিত ছিলেন, সাংবাদিক রনজিৎ বর্মন, বারসিক কর্মকর্তা মননজয় মন্ডল, রামকৃষ্ণ জোয়ারদার প্রমুখ।

এ সময় প্রধান শিক্ষক প্রশান্ত কুমার বৈদ্য শিক্ষার্থীদের পুথিগত শিক্ষার পাশাপাশি প্রতিবেশীয় ও সাধারণ জ্ঞানের পরিধি বাড়ানোর উপর গুরত্বারোপ করেন।



মন্তব্য চালু নেই