সাতক্ষীরার কলারোয়ার কিছু খবর
শেখ আমানুল্লাহ ডিগ্রী কলেজে বিদায়ী সংবর্ধনা
কলারোয়ার ঐতিহ্যবাহী শেখ আমানুল্লাহ ডিগ্রী কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০০৮-০৯ শিক্ষাবর্ষের অনার্স(সম্মান) ৪র্থ বর্ষের ছাত্র-ছাত্রীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় কলেজের হলরুমে সহকারী অধ্যাপক ইউনুস খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনিরা বেগম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ রেজাউল ইসলাম, আবুল হোসেন, বিএম ফিরোজ, আশরাফুল ইসলাম, মুফাসসিরুজ্জামান, সোহরাব হোসেন প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন মো: সাইদুজ্জামান।
কলারোয়া সীমান্তে ৬ বাংলাদেশিকে ফেরত দিলো বিএসএফ
কলারোয়া সীমান্তে ৬ বাংলাদেশিকে বিজিবি’র কাছে ফেরত দিলো বিএসএফ। শনিবার সকাল সাড়ে ৯ টায় সীমান্তবর্তী গোয়ালপাড়ার ১৭/৭ এসআর পিলার বরাবর বিজিবি ও বিএসএফ’র মধ্যে এক পতাকা বৈঠকের মাধ্যমে আটককৃতদের হস্তান্তর করা হয়। চান্দুড়িয়া বিওপি’র নায়েব সুবেদার হুমায়ুন কবির সাংবাদিকদের জানান, গত শুক্রবার শার্শার রুদ্রপুর সীমান্ত দিয়ে ৬ বাংলাদেশি অবৈধভাবে ভারতে যায়। এসময় ভারতের কালাঞ্চি বিএসএফ সদস্যরা এদের আটক করে। শনিবার বিজিবি’র কাছে হস্তান্তর করা ৬ বাংলাদেশি হলো: বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার আলি আকবরের ছেলে রফিকুল ইসলাম(৩৫), রফিকুল ইসলামের স্ত্রী ডলি বেগম(২৫), আলি আহমেদের ছেলে মিজান হাওলাদার (২৮), মিজান হাওলাদারের স্ত্রী রেশমা বেগম(২৪), লোকমান শেখের স্ত্রী নুর নাহার(২৪), গোলাম শেখের শিশু পুত্র সাগর(৬)। পতাকা বৈঠকে বিজিবি ও বিএসএফ’র পক্ষে নেতৃত্ব দেন যথাক্রমে চান্দুড়িয়া বিওপি’র নায়েব সুবেদার হুমায়ুন কবির ও ১৫২, বিএসএফ’র কালাঞ্চি ক্যাম্প কমান্ডার এসআই ইসলাম আনছারী।
কলারোয়ার চন্দনপুরে যুবলীগের বিজয় দিবসের আলোচনা সভা
মহান বিজয় দিবস উপলক্ষে কলারোয়ার চন্দনপুর ইউনিয়ন যুবলীগের এক আলোচনা সভা শুক্রবার রাতে চন্দনপুর বালিকা বিদ্যালয় ময়দানে অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগ নেতা আজগার আলির সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় আলোচনা করেন ও উপস্থিত ছিলেন চন্দনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম, উপজেলা কৃষক লীগের আহবায়ক হাসান মাসুদ পলাশ, চন্দনপুর বলাকা সংঘের সভাপতি নাছির উদ্দিন, ইউপি সদস্য বদরুজ্জামন, আ’লীগ নেতা হারেস মোহাম্মদ পরশ, আব্দুল হামিদ, শহর আলি, ইউনিয়ন যুবলীগের সভাপতি ডালিম হোসেন, সহ-সভাপতি মাস্টার মুরাদ হোসেন, যুগ্ম সম্পাদক মাহবুবুর রহমান, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম জনি, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাজেদুল হক সজিব, ছাত্রলীগ নেতা হিমেল, তুহিন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালন করেন ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সোহাগ রানা নয়ন।
মন্তব্য চালু নেই