শিক্ষককে মধ্যযুগীয় কায়দায় লাঞ্ছিত ও অপমানের প্রতিবাদে মানববন্ধন

পরীক্ষা কেন্দ্রে দায়িত্বরত শিক্ষককে মধ্যযুগীয় কায়দায় লাঞ্ছিত ও অপমানের প্রতিবাদে সাতক্ষীরায় পূর্ণদিবস কর্মবিরতি ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি।

আজ রোববার সকাল ১০টায় সাতক্ষীরা সরকারি কলেজের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি সাতক্ষীরা সরকারি কলেজ ইউনিট এসময় বক্তব্য রাখেন সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর লিয়াকত পারভেজ, উপাধ্যক্ষ আমানুল্লাহ আল হাদী প্রমুখ।

অনুরুপ সকাল সাড়ে ১০টায় বিসিএস সাধারণ শিক্ষা সমিতি সাতক্ষীরা সরকারি মহিলা কলেজ ইউনিট কলেজের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করে।

মানববন্ধন কর্মসূচি চলাকালে শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. দিলারা বেগম, উপাধ্যক্ষ এস.এম আনোয়অরুজ্জামান, আব্দুল গফফার, আব্দুল্লাহ হাবিব, শেখ জাহাঙ্গীর আলী, শামীম হোসেন, অলিউর রহমান প্রমুখ।

এছাড়া তালা সরকারি কলেজ ইউনিটেও মাবনবন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। এদিকে, শিক্ষকদের কর্মবিরতিতে অচল হয়ে পড়েছে জেলার সকল সরকারি কলেজ। কোথাও চলছে না শ্রেণি কার্যক্রম ও ক্লাস পরীক্ষা।

মানববন্ধনে বক্তারা বলেন, এডমিন ক্যাডাররা নিজেদের প্রভু ভাবে। কিন্তু তাদের বোঝা উচিত তাদের অবস্থান কোথায়। তারা যা ইচ্ছা তাই করবে তা মেনে নেয়া হবে না। এ সময় শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।



মন্তব্য চালু নেই