যথাযোগ্য মর্যাদায় সাতক্ষীরার কলারোয়ায় উদযাপিত হলো মহান মে দিবস
যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভির্যের মধ্য দিয়ে কলারোয়ায় উদযাপিত হলো ১২৮তম মহান মে দিবস। এ উপল্েয বৃহষ্পতিবার সকালে বাসস্ট্যান্ড এলাকায় উপজেলা শ্রমিক ইউনিয়নের আয়োজনে আলোচনা সভা ও নিহত শ্রমিকদের পরিবারের মাঝে অনুদানের টাকা বিতরণ করা হয়। এর আগে এক বিশাল র্যালী কলারোয়া বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদণি করে। সমগ্র অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতীরা-১ আসনের সাংসদ এড.মুস্তফা লুৎফুলাহ। শ্রমিক ইউনিয়নের সভাপতি মজনুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ স্বপন। শ্রমিক ইউনিয়নের সা.সম্পাদক ও শ্রমিকলীগের সভাপতি আ.রহিমের পরিচালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আ’লীগ নেতা সাজেদুর রহমান খাঁন চৌধুরী মজনু ও আরাফাত হোসেন, কলারোয়া থানার ওসি মুন্সি মোফাজ্জেল হোসেন কনক, ওয়ার্কার্স পার্টি নেতা মুক্তিযোদ্ধা আ.রউফ, কপাই সা.সম্পাদক এড.শেখ কামাল রেজা, আ’লীগ নেতা ইউপি চেয়ারম্যান অধ্যাপক এমএ কালাম, জিএম মিজানুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে প্রয়াত দুই শ্রমিক গদখালী গ্রামের রফিকুল ইসলাম ও ওয়ারিয়া গ্রামের আমসের আলীর স্ত্রীদের হাতে ১৫হাজার টাকা করে অনুদান প্রদাণ করা হয়। কালোব্যাজ ধারণ করে শ্রমিকদের পাশাপাশি মে দিবসের সাথে একাত্মতা প্রকাশ করেন সাধারণ মানুষও। এদিকে, দিবসটি উপল্েয উপজেলা শ্রমিকদলের উদ্যোগে বিকেলে সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবের বাসভবনে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় বলে জানা গেছে।
মন্তব্য চালু নেই