ময়মনসিংহে খাদ্য কর্মকর্তার উপর হামলার প্রতিবাদে সাতক্ষীরায় কর্মবিরতি ও স্মারকলিপি পেশ
ময়মনসিংহ সি.এস.ডি’র ব্যবস্থাপক শেখ হোসেন সানোয়ার, কারিগরি খাদ্য নিয়ন্ত্রক মোঃ আলাউদ্দীন, কারিগরি খাদ্য পরিদর্শক বেগম শরিফা আক্তার শিমু এবং খাদ্য পরিদর্শক মোঃ আরিফুর রহমানের উপর বহিরাগত সন্ত্রাসী কর্তৃক হামলা ও দেশের বিভিন্ন স্থানে খাদ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের উপর সন্ত্রাসী হামলার সাতক্ষীরা জেলা প্রশাসক নাজমুল আহসানের নিকট এ স্মারকলিপি পেশ করেন।
সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে কেন্দ্রীয় কমিটির কর্মসূচি মোতাবেক দেশব্যাপী খাদ্য বিভাগের সকল কার্যালয়ে কর্মবিরতি ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি পেশ করা হয়েছে। রোববার বেলা ১২টায় বাংলাদেশ খাদ্য পরিদর্শক সমিতি সাতক্ষীরা জেলা ইউনিটের কর্মকর্তাবৃন্দ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কর্মবিরতি পালন করেন এবং জেলা প্রশাসক নাজমুল আহসানের নিকট স্মারকলিপি পেশ করেন।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ খাদ্য পরিদর্শক সমিতি সাতক্ষীরা জেলা ইউনিটের সভাপতি মোঃ তৈয়েবুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ আবু বকর ছিদ্দিক, সদর উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা এস.এম শামীম হাসান, পারুলিয়া খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আলতাফ হোসেন, নকিপুর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আলম ছিদ্দিক, আশাশুনি খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমাউন বাছির, বড়দল খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুনীল মন্ডল, বসন্তপুর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা সমীর কুমার, নওয়াবেকি খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান, খাদ্য পরিদর্শক গাউছ আহমেদ, সুকলা রাণী, আলাউদ্দীন বিশ্বাস, রোকসানা বেগম প্রমুখ।
মন্তব্য চালু নেই