মৃত্তিকা আর্ট স্কুল ঝাউডাঙ্গা’র উদ্যোগে চিত্রাংকন প্রতিযোগীতা অনুষ্ঠিত

একরামুল কবীর, ষ্টাফ করেসপন্ডেন্ট, সাতক্ষীরা: মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে মৃত্তিকা আর্ট স্কুল ঝাউডাঙ্গা’র উদ্দ্যোগে শুক্রবার বিকালে চিত্রাংকন প্রতিযোগীতার আয়োজন করা হয়। ঝাউডাঙ্গা মাধ্যামিক বিদ্যালয়ে আয়োজিত ঐ প্রতিযোগীতায় ঝাউডাঙ্গার বিভিন্ন স্কুল থেকে প্রায় শতাধিক ছাত্র/ছাত্রী অংশ গ্রহন করে।

চিত্রাংকন প্রতিযোগীতা শেষে বিজয়ী প্রতিযোগীতের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠান মৃত্তিকা সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি আব্দুস সালামের সভাপতিত্বি প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৃত্তিকা আর্ট স্কুলের প্রধান উপদেষ্টা ঝাউডাঙ্গা ডিগ্রি কলেজের অধ্যক্ষ খলিলুর রহমান।

বক্তৃতা করেন তালা সরকারী কলেজের সাবেক উপাধ্যক্ষ ও ঝাউডাঙ্গা পঙ্কজ সাহিত্য মসলিসের সভাপতি অধ্যাপক আব্দুর রহিম, ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ে সাবেক সহ কারী প্রধান শিক্ষক আনিছুর রহমান, ঝাউডাঙ্গা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রশিদ,অভিভাবকদের মধ্যে বক্তৃতা করেন নৃপেন্দ্র নাথ বিশ্বাষ, মৃত্তিকা আর্ট স্কুলের পরিচালক একরামুল কবীর, শিক্ষক কামরুল ইসলাম প্রমূখ।

আলোচনা সভা শেষে বিজয়ীদের মধ্যে আকর্ষনীয় পুরস্কার দেওয়া হয়।



মন্তব্য চালু নেই