ভেজাল শিশু খাদ্যে ছেয়ে যাচ্ছে কলারোয়া বাজার ॥ নিরসনের দাবি

ভেজাল শিশু খাদ্যে ছেয়ে গেছে কলারোয়া বাজার। বেশ কয়েকটি দোকানে হরহামেশা বিক্রি হচ্ছে ভেজাল শিশু খাদ্য। আর ওই সকল খাদ্য খেয়ে পেটের অসুখসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে পড়ছে শিশুরা। এমনই ভেজাল শিশু খাদ্য বিক্রি করতে গিয়ে শনিবার সকালে কলারোয়া বাজারে এক প্রতারক জনতার হাতে ধরা পড়ে কান ধরে ওঠবোস করেছে বলে প্রত্যদর্শীরা জানিয়েছে। জানা গেছে, সাতীরার দেবহাটা উপজেলার চৌগাছা গ্রামের শেখ মোজাম্মেল হকের ছেলে শেখ শাহাদাত হোসেন (৩০) নছিমন যোগে পলিথিনে সেকারীন ও পানিতে রং মিশিয়ে পেপসি তৈরি করে কলারোয়ার বিভিন্ন বাজারে বিক্রি করে। প্রচন্ড গরমে সব বয়সীরা, বিশেষ করে শিশুরা কম মূল্যেল ওই পেপসির প্রতি আকৃষ্ট হয়ে তা কিনে পান করে। বিষয়টি সচেতন কয়েকজন ব্যক্তি প্রতিবাদ করে। পরে স্থানীয় জনতা ভেজাল পেপসি বিক্রেতাকে ধরে কান ধরে ওঠবোস করানোর পরে ছেড়ে দেয়। স্থানায়ীরা জানান, বাজারের কয়েকটি দোকানদার অতিলাভের আশায় ভেজাল শিশু খাদ্য বিক্রি করলেও স্থানীয় প্রশাসন তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা না নেয়ায় এলাকার শিশুরা নানা রোগে আক্রান্ত হয়ে পড়ছে। বিষয়টি নিরসনে ঊর্দ্ধতন কর্তৃপরে সুদৃষ্টি কামনা করেছে অভিভাবকসহ সচেতন ব্যক্তিরা।



মন্তব্য চালু নেই