ভারতে পাচারের সময় ৬পিচ সোনার বারসহ এক ব্যক্তি আটক

শরিফুল ইসলাম, সীমান্ত প্রতিনিধি (কলারোয়া, সাতক্ষীরা): সাতক্ষীরার কলারোয়ায় ৬পিচ সোনার বার (স্বর্ণের বিস্কুট)সহ এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি।
ভারতে পাচারের সময় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে শুক্রবার সকাল ১০টার দিকে একটি মোটরসাইকেলসহ তাকে আটক করা হয়।

বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, ভারতীয় সীমান্তবর্তী উপজেলার কেঁড়াগাছির মজুমদার খালের উপর থেকে শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে মোটরসাইকেল আরোহী আত্তাবুরকে চ্যালেঞ্জ করে কাকডাঙ্গা বিওপির হাবিলদার বাসারাতের নেতৃত্বে বিজিবি সদস্যরা। এসময় আত্তাবুরের অন্তর্বাসের ভেতর লুকিয়ে রাখা ৬পিস স্বর্ণের বিস্কুট বা সোনার বার উদ্ধার হয়।
আটক আত্তাবুর (৩৫) পার্শ্ববর্তী কেঁড়াগাছির চারাবাড়ি গ্রামের আবুল হোসেনের পুত্র।

উদ্ধারকৃত মোটরসাইকেল
উদ্ধারকৃত মোটরসাইকেল

আটকের সময় তার ব্যবহৃত হিরোহোন্ডা সিটি মোটরসাইকেল (সাতক্ষীরা- হ- ১২-৬৬১৭)টি জব্দ করা হয়।

খবর পেয়ে সাতক্ষীরা, ৩৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক কর্নেল আরমান হোসেন, কাকডাঙ্গা বিওপির কোম্পানি কমান্ডার কবিরসহ বিজিবি সদস্যরা সকাল সাড়ে ১০টার দিকে ঘটনাস্থলে উপস্থিত হন।

তাৎক্ষনিক ভাবে উদ্ধারকৃত সোনার বার গুলোর মূল্য নির্ধারণ করা সম্ভব হয়নি।



মন্তব্য চালু নেই