বোয়ালিয়া মুক্তিযোদ্ধা ডিগ্রি কলেজের ডিগ্রি ১ম বর্ষের উদ্বোধনী ক্লাস ও পরিচিতি সভা

আনন্দঘন ও উৎসবমূখর পরিবেশে সাতক্ষীরার কলারোয়ার বোয়ালিয়া মুক্তিযোদ্ধা ডিগ্রি কলেজের স্নাতক (পাস) ১ম বর্ষের উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে কলেজের হলরুমে ডিগ্রির ক্লাসপূর্ব পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শনিবার সকাল ১১টার দিকে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ ফারুক হোসেন। বি.এ ও বি.এস.এস কোর্সের সমন্বয়ে কলেজটির ডিগ্রি পর্যায়ের ইনচার্জ ইংরেজি বিষয়ের প্রভাষক শেখ মো.আলকামুনের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে বক্তব্য রাখন অধ্যাপক আবুল খায়ের ও অধ্যাপক কার্তিক চন্দ্র মিত্র। এসময় আরো উপস্থিত ছিলেন অধ্যাপক দেবব্রদ বিশ্বাস, অধ্যাপক রফিকুল ইসলাম, অধ্যাপক আনোয়ারুল ইসলাম, অধ্যাপক সুনীল কুমার রায়, অধ্যাপক চায়না রানী কর্মকার, অধ্যাপক গণেশ চন্দ্র গুপ্ত, অধ্যাপক এনামুল হক, অধ্যাপক আজহারুল ইসলাম, অধ্যাপক সাইফুল ইসলাম প্রমুখ।

উদ্বোধনী ক্লাসের পরিচিতি সভায় বক্তব্য রাখেন ডিগ্রি পর্যায়ের শিক্ষক প্রভাষক মুরাদ হোসেন, প্রভাষক আরিফ মাহমুদ, প্রভাষক অসীম কুমার বসু ও প্রভাষক সুভাষ পাল।

অনুষ্ঠানে ১ম বর্ষের ভর্তি হওয়া শিক্ষার্থীদের পাশাপাশি ২য় বর্ষ ও ৩য় বর্ষেও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলারোয়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক আরিফ মাহমুদ।



মন্তব্য চালু নেই