বিদ্যুৎ সাশ্রয়ে গ্রাহকের ভূমিকা বিষয়ক রচনা প্রতিযোগিতা
বিদ্যুৎ সাশ্রয়ী ও জ্বালানী নিরপত্তায় গ্রাহকের ভূমিকা নিয়ে কলারোয়ায় আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরের দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যুৎ সাশ্রয়ী ও জ্বালানী নিরপত্তায় গ্রাহকের ভূমিকা শীর্ষক রচনা প্রতিযোগিতায় ১ম, ২য় ও ৩য় স্থান অধিকার করেছে যথাক্রমে কলারোয়া গালর্স হাইস্কুলের ছাত্রী শামীমা আফরোজ, পাইলট হাইস্কুলের ছাত্র আবেদুর রহমান ও গালর্স হাইস্কুলের অদৃতা মামুন। সাতক্ষীরা পল্লী বিদ্যুত সমিতির আয়োজনে উপজেলার বিভিন্ন স্কুল ও মাদরাসার অর্ধশত শিক্ষার্থীরা রচনা প্রতিযোগিতায় অংশ নেয়। পুরষ্কার বিতরণী ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপ কুমার তালুকদার। এসময় উপস্থিত ছিলেন মাধ্য.শিক্ষা কর্মকর্তা আবদুল হামিদ, ইউআরডিও আশরাফ হোসেন, মাধ্য.শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আমানুল্লাহ আমান, প্রধান শিক্ষিকা আবেদা খাতুন, ঝাউডাঙ্গা পল্লী বিদ্যুত সমিতির ডিজিএম রেজাউল করিম খান, পল্লী বিদ্যুত সমিতির এলাকা পরিচালক সাংবাদিক সাইফুল্যাহ আজাদ, জুলফিকার আলী প্রমুখ।
মন্তব্য চালু নেই