বিদ্যুৎ না থাকায় জেনারেটরে বড় পর্দায় খেলা দেখার ব্যবস্থা করেছে মুস্তাফিজের বড় ভাই

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলতে ভারতে রয়েছেন মুস্তাফিজুর রহমান। সানরাইজার্স হায়দারাবাদের হয়ে দুর্দান্ত বোলিং করছেন মুস্তাফিজ। ইতোমধ্যে পুরো বিশ্বের নজরেও এসে পড়েছেন সাতক্ষীরার এই বিস্ময় বালক। আজ গুজরাট লায়ন্সের বিপক্ষেও ৪ ওভার বল করে মাত্র ১৭ রান দিয়ে ২টি উইকেট পেয়েছেন তিনি।

প্রত্যন্ত গ্রামে বাড়ি হওয়ার কারণে বিদ্যুৎ সমস্যায় অনেক ম্যাচই দেখতে পারেননি মুস্তাফিজের পরিবার। কিন্তু তাতেও দমে যাননি মুস্তাফিজের বড় ভাই মোখলেসুর রহমান পল্টু। মুস্তাফিজের বড় ক্রিকেটার হওয়ার পেছনে সবথেকে বেশি অবদান এই পল্টুর।

তিনিই এবার দায়িত্ব নিলেন মুস্তাফিজের খেলা সবাইকে দেখানোর। বিদ্যুৎ সমস্যার কারণে এলাকার প্রায় মানুষই খেলা দেখতে পারেননা টিভিতে। মোখলেসুর রহমান বলেন, এলাকায় যখন বিদ্যুৎ থাকেনা তখন এলাকাবাসীর সুবিধার্থে জেনারেটর দিয়ে খেলা দেখার ব্যবস্থা করি। প্রায় ৫০০-৬০০ মানুষ মুস্তাফিজের খেলা দেখতে ভিড় জমায়।

যে মাঠে মুস্তাফিজ খেলে বড় হয়েছেন সে মাঠেই বড় পর্দায় সানরাইজার্স হায়দারাবাদের খেলা দেখানোর ব্যবস্থা করেছেন পল্টু।

কিছুদিন আগেই মুস্তাফিজের ভাই এএফপিকে জানিয়েছিলেন, মুস্তাফিজ ১২ বছর বয়স থেকেই বোলিংয়ে নানারকম বৈচিত্র আনতে শুরু করে। আমরা কখনো চিন্তাও করিনি যে সে এত বড় ক্রিকেটার হতে পারবে।



মন্তব্য চালু নেই