কাশেম সভাপতি, আমিরুল সম্পাদক

বিইউএএ জেলা শাখার ত্রি বার্ষিক নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ ইউনানী মেডিক্যাল এসোসিয়েশন (বিইউএএ) সাতক্ষীরা জেলার শাখার ত্রি বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে ১৫টি পদের বিপরীতে দুটি প্যানেলে মোট ৩০জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে। ১১৮ জন ভোটারের মধ্যে ১১৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সকাল ৯টা থেকে বিরতিহীনভাবে বিকাল ৩টা পর্যন্ত এ ভোট গ্রহণ চলে। নির্বাচনে সভাপতি পদে ৭৭ভোট পেয়ে বিজীয় হয়েছেন হাকীম এম.এ কাশেম শিকদার ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বি হাকীম জি.এম আজগর আলী পেয়েছেন ৩৭ ভোট। সহ সভাপতি পদে ৬০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন হাকীম প্রভাষক আজাদ মাহমুদ ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বি হাকীম মোঃ সেকেন্দার আলী পেয়েছেন ৪৭ ভোট। সাধারণ সম্পাদক পদে ৬১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন হাকীম আমিরুল ইসলাম ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বি হাকীম মোঃ আব্দুর রকিব পেয়েছেন ৫১ ভোট। এছাড়া যারা নির্বাচিত হয়েছেন- প্রচার ও প্রকাশনা সম্পাদক হাকীম জিএম মফিজুর রহমান সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক হাকীম এম এ হোসেন, কোষাধ্যক্ষ হাকীম মোঃ আবুল কাশেম, দপ্তর সম্পাদক হাকীম জিএম জাহাঙ্গীর আলম, সমাজ কল্যাণ সম্পাদক মোছাঃ সামছুন্নাহার। এছাড়া কার্যকরী সদস্য পদে বিজয়ী হয়েছেন- হাকীম মোঃ আব্দুল জলিল (লিটন), হাকীম মোঃ রবিউল ইসলাম, হাকীম মোঃ আলী হোসেন, হাকীম মোঃ কামরুল ইসলাম, হাকীম মোঃ এরফান আলী মোড়ল, হাকীম অধ্যাপক মোঃ গোলাম হাসান। এ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারেরর দায়িত্ব পালন করেন মোস্তাফিজুর রহমান উজ্জল ও নির্বাচন কমিশনার হিসেবে এম. ঈদুজ্জামান ইদ্রিস ও হাফিজুল আল মাহমুদ।



মন্তব্য চালু নেই