কলারোয়া, সাতক্ষীরার কিছু খবর :
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সাথে আম ব্যবসায়ী সমিতির আলোচনা সভা
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের দুইজন প্রতিনিধির সাথে শার্শার বাগুড়ী বেলতলা বাজারের আম ব্যবসায়ী সমিতির সদস্যদের মতবিনিময় সভা রোববার অনুষ্ঠিত হয়েছে। দুপুর ১টার দিকে শার্শার বাগুড়ী বেলতলা বাজারের আম ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ লোকমান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. এমএ রহিম, সহকারী প্রফেসর ড.মোঃ আশরাফুল ইসলাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শার্শার বাগুড়ী বেলতলা বাজারের আম ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ও মেসার্স মদিনা এন্টারপ্রাইজ এর প্রোপ্রাইটর মেহেদী হাসান মিলন, আম ব্যবসায়ী সমিতির নেতা নুর ইসলাম, ব্যবসায়ী আজিবার রহমান, তাজউদ্দিন, আঃ মাজেদ, কালাম, দাউদ, সুরু, মাসুদ, ইসানুর, আজিবার, বাবু, আঃ জব্বার, ডাঃ আনারুল ইসলাম, খায়রুল ইসলাম, লুৎফর রহমান ফকির, আমজেদ, ইকবাল হোসেন প্রমুখ। আলোচনা সভায় সকল আম ব্যবসায়ীগণ ভেজালমুক্ত আম বাজারে বিক্রি করার জন্য অঙ্গিকার করেন। এসময় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসার ডা. এমএ রহিম সকল ব্যবসায়ীর কথা শুনে সন্তোষ প্রকাশ করেন।
কলারোয়া সীমান্তে ভারতীয় শাড়ি ও জিরা উদ্ধার
সাতক্ষীরার কলারোয়া সীমান্তে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ভারতীয় শাড়ি ও জিরা উদ্ধার করেছে। তবে উদ্ধারের ঘটনায় বিজিবি সদস্যরা কাউকে আটক করতে পারেনি। কাকডাঙ্গা বিওপি’র সুবেদার সিরাজুল গনি সাংবাদিকদের জানান, তাঁর নেতৃত্বে বিজিবি সদস্যরা রোববার সীমান্তবর্তী গাড়াখালি এলাকা থেকে ভারতীয় ১৮ পিস শাড়ি ও ১৮০ কেজি জিরা উদ্ধার করে। উদ্ধারকৃত শাড়ি ও জিরার আনুমানিক মূল্য ৮৮ হাজার টাকা।
কলারোয়ায় জেলা তথ্য অফিস আয়োজিত মহিলা সমাবেশ
সাতক্ষীরা কলারোয়ার লাঙ্গলঝাড়া গ্রামে রোববার জেলা তথ্য অফিসের আয়োজনে সরকারের সাফল্য ও ভিশন-২০২১ বিষয়ে এক মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়। জনৈক আব্দুল কাদেরের বাড়ির উঠানে অনুষ্ঠিত এ সমাবেশে আলোচনা করেন ও উপস্থিত ছিলেন কলারোয়া প্রেসক্লাবের সভাপতি গোলাম রহমান, তৈলকূপি প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক ইকবাল হোসেন, জেলা তথ্য অফিসের মনিরুল ইসলাম, আনিছুর রহমান প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন জেলা তথ্য অফিসের মনিরুজ্জামান।
মন্তব্য চালু নেই