ফাজিল আলিয়া মাদ্রাসা ছাত্রলীগের সঙ্গে তালা উপজেলা ছাত্রলীগের মতবিনিময়
এসকে রায়হান, তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : তালায় রবিবার সকাল ১১টায় তালা উপজেলা ছাত্রলীগ কার্যালয়ে আলিয়া মাদ্রাসা ছাত্রলীগের এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। ১৯ জানুয়ারি বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন তালা সদর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোপী শীল।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তালা উপজেলা ছাত্রলীগের সভাপতি সরদার মশিয়ার রহমান। এছাড়া আরো উপস্থিত ছিলেন- তালা উপজেলা ছাত্রলীগের সহসভাপতি পার্থ দে, যুগ্মসাধারণ সম্পাদক শিমুল মোড়ল, সাংগঠনিক সম্পাদক সাজ্জাত হোসেন, দফতর সম্পাদক আসাদুজ্জামান আসাদ ও তালা আলিয়া মাদ্রাসা ছাত্রলীগের সভাপতি আবু রায়হান।
প্রধান অতিথির বক্তব্যে তালা উপজেলা ছাত্রলীগের সভাপতি সরদার মশিয়ার রহমান বলেন, ‘তালা ফাজিল আলিয়া মাদ্রাসা একসময় শিবিরের ঘাঁটি ছিল। পরে ছাত্রলীগ সেখানে নিজেদের অবস্থান তৈরি করে নিয়েছে। এরপর যদি আর কোনো অপশক্তি সেখানে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে, তাহলে ছাত্রলীগ তা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করবে। এ সময় তিনি আগামী ১৯ জানুয়ারি বাংলাদেশ ছাত্রলীগের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান সফল করার জন্য সবার প্রতি আহ্বান জানান।
তালা আলিয়া মাদ্রাসা ছাত্রলীগের সভাপতি আবু রায়হান বলেন, ‘আমাদের মাদ্রাসা এক সময় শিবিরের ঘাঁটি ছিল। এমন কী ২০১৩ সালের জাতীয় নির্বাচনেও শিবির এখানে নানান রকম তাণ্ডবের সৃষ্টির চেষ্টা করে। আলিয়া মাদ্রাসায় ছাত্রলীগ কমিটি গঠনের পর সেখানে শিবিরের আর কোনো আস্তানা নেই। আগামীতে এখানে শিবির যদি ফের ঘাঁটি তৈরি করতে চায়, তাহলে আমরা তা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবো।’
মন্তব্য চালু নেই