প্রয়াত শেখ ছদরুল হক ছোটনের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল
আব্দুর রহমান, জেলা প্রতিনিধি, সাতক্ষীরা: প্রয়াত শেখ ছদরুল হক ছোটনের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুমআ সুলতানপুর ক্লাব মাঠে ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের আয়োজনে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি কামরুল হক ”ঞ্চল।
দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর ২ আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাবেক পৌর মেয়র শেখ আশরাফুল হক, মরহুমের পিতা আনারুল হক, আওয়ামীলীগ নেতা শেখ হারুন উর রশীদ, শেখ নাসেরুল হক, পৌর আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ আবু সায়ীদ, জেলা শ্রমিকলীগের যুগ্ম সম্পাদক তৌহিদুর রহমান ডাবলুু, ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোশফিকুর রহমান মিল্টন, পৌর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক রাশেদুজ্জামান রাশি, যুবলীগ নেতা আলমগীর হাসান, সাবেক ছাত্রলীগের সভাপতি কাজী আক্তার হোসেন, ৪নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা কাজী বিল্লাল হোসেন, সাহেব আলী, কবিরুল হোসেন বাদশা, মোস্তাক, মারুফ হাসান মিঠু, ইকবাল হাসানসহ বিভিন্ন ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
দোয়া ও মোনাজত পরিচালনা করেন সুলতানপুর জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা রফিকুল ইসলাম। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোশফিকুর রহমান মিল্টন।
মন্তব্য চালু নেই