সাতক্ষীরার কলারোয়ার খবর

পৌর কাউন্সিলরসহ জামায়াত-বিএনপির ৭নেতাকর্মী আটক

সাতক্ষীরার কলারোয়া পৌর কাউন্সিলরসহ জামায়াত-বিএনপির ৭ নেতাকর্মীকে পুলিশ আটক করেছে। জানা গেছে, বুধবার রাতে কলারোয়া বাজার থেকে পৌরসভার কাউন্সিলর জামায়াত নেতা আশরাফ আলী বাবু (৩৫) কে পুলিশ আটক করে। সে পৌরসভার ১নং ওয়ার্ড (তুলসীডাঙ্গা) কাউন্সিলর ও তুলশীডাঙ্গা গ্রামের মৃত. রমজান আলীর পুত্র এবং কলারোয়া বাজারের আলী স্টোরের স্বত্বাধিকারী। বুধবার রাত থেকে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে আরো ৬ ব্যক্তিকে পুলিশ আটক করেছে। আটককৃতরা হলো- উপজেলার গাজনা গ্রামের মৃত আইয়ুব আলীর পুত্র জামায়াত কর্মী আতিয়ার রহমান (৬৬), ধানদিয়া গ্রামের মফিজ উদ্দীনের পুত্র বিএনপি কর্মী হাবিবুল্লাহ (৩২), ছলিমপুর গ্রামের হোসেন আলীর পুত্র মোমিন হোসেন (৪৫), কাউরিয়া গ্রামের মৃত আজিজার রহমানের পুত্র আবু তাহের (২৮), যশোর জেলার শার্শা উপজেলার কাশিয়াডাঙ্গা গ্রামের খাইরুল ইসলামের পুত্র জামায়াতকর্মী আলামিন হোসেন (২৮) এবং খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার মাগুরার ঘোনা গ্রামের আব্দুল কাদেরের পুত্র জামায়াত কর্মী ফারুক হোসেন (৩২)। আটককৃতদের বিরুদ্ধে জামায়াতের তদবিরকারকসহ বিভিন্ন মামলা রয়েছে বলে জানান কলারোয়া থানার ওসি শেখ আবু সালেহ মাসুদ করিম।
ফেনসিডিল, শাড়িসহ ৩ চোরাকারবারী আটক: কলারোয়ায় ভারতীয় ফেনসিডিল, শাড়িসহ ৩ চোরাকারবারীকে পুলিশ আটক করেছে।ফেনসিডিল থানা সূত্র জানায়, থানা পুলিশ ও খুলনা আর্মড পুলিশের যৌথ দল উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকা থেকে বৃহষ্পতিবার ভোর রাতে ৪০বোতল ফেনসিডিলসহ উপজেলার কাকডাঙ্গা গ্রামের দরদ আলীর পুত্র আবু বকর ছিদ্দিক (২০)কে, ১০ বোতল ফেনসিডিলসহ সোনাবাড়িয়া গ্রামের মৃত আব্দুল জব্বারের পুত্র আব্দুস সালাম (১৯)কে ও ৪লক্ষ ২৯হাজার টাকার ভারতীয় উন্নতমানের শাড়িসহ গাড়াখালী গ্রামের মৃত আব্দুর রউফের পুত্র আব্দুল হামিদ (২৬) কে আটক করে। এব্যাপারে থানায় পৃথক মামলা হয়েছে বলে জানান কলারোয়া থানার ওসি শেখ আবু সালেহ মাসুদ করিম।
উপজেলা পরিবেশ ও বন উন্নয়ন কমিটির সভা: কলারোয়া উপজেলা পরিবেশ ও বন উন্নয়ন কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরের দিকে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় চলতি আর্থিক সনে বৃক্ষ কর্তন, বাগান সৃজন ও নতুন বাগান সৃজন বিষয়ে কমিটিতে আলোচনা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার অনুপ কুমার তালুলকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনিরা বেগম, উপজেলা শিক্ষা কর্মকর্তা আকবর হোসেন, পল্লি উন্নয়ন কর্মকর্তা আশরাফ হোসেন, ইউপি চেয়ারম্যান সম মোরশেদ আলি, কলারোয়া প্রেসক্লাবের সভাপতি গোলাম রহমান, সা.সম্পাদক মাস্টার রাশেদুল হাসান কামরুল, সাংবাদিক এমএ সাজেদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। সভায় বন বিভাগের বিভিন্ন কর্মসূচির বিষয়ে অবহিত করেন উপজেলা (ভারপ্রাপ্ত) বন কর্মকর্তা আছাফুর রহমান।
পরিবার পরিকল্পনা বিষয়ক অ্যাডভোকেসি সভা: ‘আইন মেনে বিয়ে, পদ্ধতি জেনে সংসার, বিশের পরে সন্তান, তারুণ্যের তিন অঙ্গীকার’- প্রতিপাদ্যকে সামনে রখে কলারোয়ায় এক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।Kalaroa Pic-06 বৃহস্পতিবার সকালে কলারোয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কমপ্লেক্সে (সরকারি হাসপাতাল) ওই সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন। সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপ কুমার তালুকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু ও সেলিনা আনোয়ার ময়না, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আমিনুল ইসলাম, সিনিয়র মৎস্য কর্মকর্তা মোশাররফ হোসেন, ডা. মেহেরুল¬্যাহ, ডা. প্রবীর মুখার্জী, পরিবার পরিকল্পনা পরিদর্শক নুর মোহাম্মাদ প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন পরিবার পরিকল্পনা পরিদর্শক কামাল হোসেন।

শাকদাহে বৃক্ষরোপণ করলো স্থানীয় বাজার কমিটি: কলারোয়ার শাকদহে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে স্থানীয় বাজার ব্যবস্থাপনা কমিটি।News-photo-06- বৃহষ্পতিবার সকালে ‘গাছ লাগান-পরিবেশ বাঁচান, নিজে বাচুন-অন্যকে বাঁচান’ শীর্ষক স্লোগানকে সামনে রেখে ওই বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়। বাজারের বিভিন্ন স্থানে ৫০টি বৃক্ষের চারা রোপণ করা হয়। প্রাকৃতিক পরিবেশ রক্ষা ও বাজারের শোভাবর্ধনে বৃক্ষ রোপণের উদ্বোধন করেন শাকদাহ বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি ইদ্রিস হোসেন খাঁন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কমিটির সহ.সভাপতি ও কুশোডাঙ্গা ইউনিয়ন আ’লীগের সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম হোসেন খাঁন, আনিছুর রহমান, আলমগীর হোসেন, আ’লীগ নেতা নুর হোসেন, রফিকুল ইসলাম, আ. গফ্ফার মোড়ল, ছাত্রলীগ নেতা আশিকুজ্জামান জয় প্রমুখ।

কুশোডাঙ্গায় ভূমিহীন সমিতির নয়া কমিটি: কলারোয়ার কুশোডাঙ্গায় ভূমিহীন সমিতির কমিটি গঠন উপলক্ষ্যে এক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় অনন্ত দালালকে আহবায়ক ও জাফর মোল্য¬াকে সদস্য সচিব করে ১১সদস্য বিশিষ্ট কুশোডাঙ্গা ইউনিয়ন ভূমিহীন কমিটি গঠন করা হয়। এ উপলক্ষ্যে কুশোডাঙ্গা বাজারে বুধবার সন্ধ্যায় আয়োজিত অনুষ্ঠানে ইউনিয়ন আ’লীগের সভাপতি রাম প্রসাদ দত্তের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা ভূমিহীন সমিতির সভাপতি আনছার আলী। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুশোডাঙ্গা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসলামুল আলম আসলাম, উপজেলা ভূমিহীন কমিটির সা.সম্পাদক সাহেব আলী, আ’লীগ নেতা ইব্রাহিম হোসেন খাঁন, ইউনুচ আলী, যুবলীগ নেতা আলমগীর হোসেন প্রমুখ।
সরকারি কলেজে নতুন অধ্যক্ষকে ছাত্রলীগের ফুলেল শুভেচ্ছা: কলারোয়া সরকারি কলেজের নতুন অধ্যক্ষ হাসান সোরওয়ার্দীকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে কলেজ ছাত্রলীগ।News-photo-06 বৃহস্পতিবার সকাল ১১টার দিকে অধ্যক্ষের অফিসরুমে নেতৃবৃন্দ শুভেচ্ছা জানান। এসময় উপস্থিত ছিলেন সরকারি কলেজ ছাত্রলীগের নেতা শফিউর রহমান শিমুল, আহানাফ তাজির অনিক, সুজন হোসেন, রাজু আহম্মেদ, শিমুল হোসেন, মোখলেছুর রহমান, মাসুদ পারভেজ, আল মামুন হোসেন, ইমামুল হোসেন, আলমগীর হোসেন, আলামিন বিশ্বাস, নয়ন হোসেন, পলাশ চৌধুরী, তারেক রহমান, ইমদাদুল ইসলাম, শরিফুল ইসলাম শরিফ, আশিকুর রহমান আশিক, লিটুন হোসেন, সম্প্রাট রহমান প্রমুখ।

কলারোয়া বিআরডিবি’র সাবেক চেয়ারম্যান আবুল কাশেম আর নেই: কলারোয়া উপজেলা বিআরডিবি’র সাবেক চেয়ারম্যান আবুল কাশেম সানা (৫৫) আর নেই। দীর্ঘদিন অসুস্থ থাকার পর মঙ্গলবার বিকেলে উপজেলার বৈদ্যপুরের গ্রামের বাড়িতে তিনি ইন্তেকাল করেন (ইন্না…রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ছেলে, ১মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন প্রাক্তন উপজেলা চেয়ারম্যান বিএনপি নেতা বজলুলর করিম, বিআরডিবি’র চেয়ারম্যান আব্দুল গফুর, ইউআরডিও আশরাফ হোসেন, সাবেক ইউপি সদস্য জাহাঙ্গীর হোসেন, মাস্টার আবু তালেব, সাংবাদিক বুলু আহম্মেদ, আইনজীবী কাজী আব্দুল্য¬াহ আল হাবিব, সাংবাদিক আজগর আলী, জুলফিকার আলী, আরিফুল হক চৌধুরী প্রমুখ। উল্লেখ্য, ২০০০ সালের ২রা মার্চ ট্রাজেডিতে এসএসসি পরীক্ষার উপকেন্দ্র কলারোয়া সরকারি কলেজের সিড়িতে ভিড়ের চাপে পায়ের তলায় পিষ্ট হয়ে দীর্ঘদিন অসুস্থ হয়ে নিজ বাড়ীতে চিকিৎসাধীন ছিলেন আবুল কাশেম।



মন্তব্য চালু নেই