পৌর নির্বাচন: কলারোয়ায় মেয়র প্রার্থী লাল্টুর মতবিনিময় সভা
সাতক্ষীরার কলারোয়া পৌরসভার ৫নং ওয়ার্ড ঝিকরাতে শনিবার বিকেলে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ঝিকরা সরকারি প্রাইমারি স্কুল মাঠে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র পদপ্রার্থী উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।
প্রাক্তন ইউপি সদস্য হজরত আলির সভাপতিত্বে সভায় বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন প্রধানশিক্ষক স্বপন কুমার মন্ডল, সাবেক উপজেলা যুবলীগ নেতা জাহাঙ্গীর কবির বাবলু, শহিদ আলি, শেখ মাসুমুজ্জামান মাসুম, ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক জিকরিয়া, শেখ আবু রায়হান লিটন, শহিদুল ইসলাম, ডা. আমানুল্লাহ, ফজলুর রহমান প্রমুখ। মতবিনিময়কালে বক্তারা আসন্ন পৌর নির্বাচনে আ.লীগ দলীয় মনোনয়ন প্রত্যাশী আমিনুল ইসলাম লাল্টুর জন্য ওয়ার্ডবাসীর দোয়া ও সমর্থন কামনা করেন।
মন্তব্য চালু নেই