পলাতক আসামিসহ কলারোয়ায় ৭ব্যক্তি আটক
সাতক্ষীরা কলারোয়ায় পলাতক আসামিসহ ৭ব্যক্তিকে পুলিশ আটক করেছে। শুক্রবার রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হল- উপজেলার বয়ারডাঙ্গা গ্রামের মৃত ইজ্জত আলির ছেলে আবুল কালাম (৪৫), কালামের ছেলে আবু রায়হান (২৪), জয়নগর গ্রামের নারায়ন মন্ডলের ছেলে শশাংক মন্ডল (৩২), কেড়াগাছি গ্রামের আবুল হোসেনের ছেলে মনিরুল ইসলাম (৩২), পৌরসদরের ঝিকরা গ্রমের মৃত সৈয়েলউদ্দিনের ছেলে জামিল হোসেন (৪২), আশাশুনি উপজেলার শেতপুর গ্রামের শহিদুল ঢালির ছেলে তানভীর হোসেন (২৫) ও চৌগাছা উপজেলার কুটিপাড়া গ্রামের এলাহি বক্সসের ছেলে ফজর আলি (২৬)।
কলারোয়া থানার সেকেন্ড অফিসার মোয়াজ্জেম হোসেন জানান, পৌরসদরের জোনাকি হলের পাশে তাশ ও টাকা দিয়ে জুয়া খেলার অভিযোগে ৪ জনকে পুলিশ আটক করে।
অপরদিকে, থানার জিআর মামলার ৩ পলাতক আসামিকে তাদের বাড়ি থেকে আটক করে পুলিশ।
এ ব্যাপারে কলারোয়া থানায় মামলা (নং-৪২, তাং-৩০/১০/১৫) হয়েছে বলে থানার ডিউটি অফিসার জিন্নাত জানান।
মন্তব্য চালু নেই