নৈরাজ্য ও সহিংসতার প্রতিবাদে সাতক্ষীরায় চিকিৎসকদের মানবন্ধন

দেশব্যাপি নৈরাজ্য ও সহিংসতার প্রতিবাদে এবং নির্বিঘেœ এস এস সি পরীক্ষা সম্পন্নের দাবীতে মানবন্ধন হয়েছে। স্বাধীনতা চিকৎসক পরিষদ ও বিএমএ সাতক্ষীরা জেলা শাখা এই মানবন্ধন কর্মসূচির আয়োজন করে।

শনিবার বেলা সাড়ে ১১টা থেকে বেলা ১২টা পর্যন্ত সাতক্ষীরা সদর হাসপাতালের সামনে অনুষ্ঠিত এই মানবন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী ডা. আ ফ ম রুহুল হক এমপি।

অনুঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন, বিএমএ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি ডা. আজিজুর রহমান, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ডা. মোখলেছুর রহমান, ডা শামছুর রহমান, ডা. সুকান্ত মজুমদার, ডা. অমল বিশ্বাস, ডা. রহিমা খাতুন প্রমুখ।

বক্তারা অবিলম্বে দেশব্যাপি সন্ত্রাস ও নাশকতা বন্ধ করে সুস্থ ধারার রাজনীতির করার জন্য ২০ দলীয় নেতাকর্মীদের প্রতি উদাত্ত আহ্বান জানান। একই সাথে এসএসসি পরিক্ষার সময় হরতাল ও অবরোধের মত কর্মসুচি না দেওয়ার জন্য বি এনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার প্রতি আহব্বান জানান।



মন্তব্য চালু নেই