নিজামীর ফাঁসি : কলারোয়ায় আ.লীগ-শ্রমিকলীগ ও ছাত্রলীগের আনন্দ মিছিল
কামরুল হাসান, কলারোয়া (সাতক্ষীরা) : জামায়াতের আমীর মাওলানা মতিউর রহমান নিজামীর ফাঁসি হওয়ায় আনন্দ মিছিল ও হরতাল বিরোধী সমাবেশ করেছে কলারোয়া উপজেলা আওয়ামীলীগ, শ্রমিকলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ। বৃহস্পতিবার বিকালে অনুষ্ঠিত মিছিল সমাবেশে উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লাল্টুর নেতৃত্বে জাতীয় শ্রমিকলীগের কার্যালয় থেকে শুরু হওয়া মিছিলটি কলারোয়া পৌরসদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সরকারি কলেজ বাসষ্টান্ডে এক সমাবেশ স্থলে মিলিত হয়। সমাবেশে বক্তারা বলেন, মানবতা বিরোধী অপরাধে সর্বোাচ্চ দন্ডপ্রাপ্ত বদরবাহিনী প্রধান নিজামীর ফাঁসির প্রতিবাদে জামায়াতের ডাকা হরতাল সর্বস্তরের মানুষ প্রত্যাখ্যান করেছে। বক্তারা আরও বলেন, নিজামীর ফাঁসির রায় কার্যকর হওয়ার মধ্য দিয়ে জাতির দায়মুক্তি ঘটলো। হরতাল বিরোধী প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লাল্টু, পৌর আ.লীগের সভাপতি আজিজুল ইসলাম, ইউপি চেয়ারম্যান সহকারী অধ্যাপক এমএ কালাম, ভুট্টোলাল গাইন, উপজেলা ছাত্রলীগের সভাপতি নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যান শেখ ইমরান হোসেন, জাতীয় শ্রমিকলীগের সভাপতি আব্দুর রহিম, সাধারণ সম্পাদক মনজুরুল ইমলাম মিঠু, উপজেলা আ.লীগ নেতা শেখ জাকির হোসেন, শফিউল আলম শফি প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন আ.লীগনেতা আবু বকর সিদ্দিক লাভলু, পৌর কাউন্সিলর শেখ ইমাদ হোসেন, আলিমুজ্জামান, আসাদুজ্জামান, ইউপি সদস্য আলি আহম্মেদ, মারুফ হোসেন, জিল্লর রহমান, সাইদুর রহমান এমপি, ডাঃ আমানুল্লাহ আমান, জালালউদ্দিন, আঃ লতিফ, রুহুল কুদ্দুস বাবলু, আলী হোসেন, আবুল কাশেম, জাকির হোসেন, শ্রমিকলীগনেতা মিন্টু, শহিদুল ইসলাম, লাল্টু, ফারুক হোসেন, অজিয়ার রহমান, মন্টু, আয়জুল ইসলাম, শরিফুল ইসলাম, আবদার, লিয়াকত আলী, আঃ গফুর, কালু, জিয়াদ আলী, আতিয়ার রহমান, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আবু সাঈদ, শেখ আমানুল্লাহ ডিগ্রী কলেজ ছাত্রলীগের সভাপতি সাকিল খান জজ, ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ফিরোজ হোসেন সম্রাট প্রমুখ।
মন্তব্য চালু নেই