নানা আয়োজনে কলারোয়ায় দৈনিক ভোরের ডাক পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

কলারোয়া প্রতিনিধি: নানান আয়োজনে গৌরবময় পথ চলার ২৬ বছর স্লোগানে পাঠক নন্দিত বহুল প্রচারিত দৈনিক ভোরের ডাক পত্রিকার ২৬তম প্রতিষ্ঠা বার্ষিকী সাতক্ষীরার কলারোয়ায় পালন করা হয়েছে।
এ উপলক্ষে শনিবার দুপুরের দিকে সংক্ষিপ্ত আলোচনা সভা, র‌্যালী ও কেককাটার আয়োজন করা হয়।
কলারোয়া প্রেসক্লাবে কেক কেটে এ প্রতিষ্ঠা বার্ষিকীর শুভ সূচনা করা হয়।

পরে দৈনিক ভোরের ডাক পত্রিকার কলারোয়া উপজেলা সংবাদদাতা ও কলারোয়া প্রেসক্লাবের সভাপতি শিক্ষক দীপক শেঠের সভাপতিতত্বে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য আলহাজ্ব শেখ আমজাদ হোসেন, কলারোয়া পাবলিক ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক এড.কামাল রেজা, কলারোয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, সাবেক সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক আরিফ মাহমুদ, কোষাধ্যক্ষ সহকারী অধ্যাপক কেএম আনিছুর রহমান, সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান, দপ্তর সম্পাদক এমএ সাজেদ, মাস্টার শেখ শাহাজান আলী শাহিন, মাস্টার আব্দুল ওহাব মামুন প্রমুখ।

পরে একটি বর্ণাঢ্য র‌্যালী কলারোয়া পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র‌্যালীতে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ এমএ ফারুক, ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি, কেন্দ্রীয় শিক্ষক নেতা প্রধান শিক্ষক আমানুল্লাহ আমান, কলারোয়া রিপোর্টাস ক্লাবের সভাপতি আজাদুর রহমান খাঁন চৌধুরী পলাশ, কলারোয়া প্রেসক্লাবের সহ.সভাপতি ইউপি সদস্য হাসান মাসুদ পলাশসহ অতিথি, শিক্ষার্থী ও পাঠকবৃন্দ।



মন্তব্য চালু নেই