নকল ঔষধ বিক্রয় বন্ধে কলারোয়ায় ড্রাগিস্ট সমিতির সভা

নকল-ভেজাল, নিন্মমান ও ফিজিশিয়ান স্যাম্পল ঔষধ বিক্রয় বন্ধ ও নির্ধারিত মূল্যে ঔষধ বিক্রয় বাস্তবায়নের লক্ষ্যে কলারোয়ায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি শনিবার সকালে পৌরসভার হলরুমে ওই সভার আয়োজন করে। সমিতির সভাপতি শামসুর রহমানের সভাপতিত্ব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন। বিশেষ অতিথি ছিলেন আ’লীগ নেতা সাজেদুর রহমান খান চৌধুরী মজনু, জেলা বিসিডিএস’র সভাপতি আলহাজ্ব দ্বীন আলী ও সদস্য সচিব কওছার আলী। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিসিডিএস নেতা নাছির উদ্দিন খান, হাফিজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা শাহাদাৎ হোসেন, আকবার হোসেন, মিজানুর রহমান, হামিদুল ইসলাম, মনজুর রহমান, আলহাজ্ব শামসুর রহমান, আ’লীগ নেতা আজিজুল ইসলাম, পৌর কাউন্সিলর মাস্টার মনিরুজ্জামান বুলবুল, আশিকুর রহমান মুন্না, আকতারুজ্জামান প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বায়োফার্মার টেরিটরি ম্যানেজার আব্দুল আলিম।



মন্তব্য চালু নেই