দেবহাটা (সাতক্ষীরা) খবর (৬/৯/১৪)

## দেবহাটায়ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ঘলঘলিয়া বিজয়ী
সাতক্ষীরার দেবহাটার প্রানপুরুষ, বহু প্রতিষ্টানের প্রতিষ্ঠাতা, দেবহাটার রুপকার জমিদারদের প্রধান এবং টাউনশ্রীপুর পৌরসভার সাবেক প্রথম চেয়ারম্যান স্বর্গীয় ফনীভূষন মন্ডল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা আজ বিকাল ৪ টায় দেবহাটা ফুটবল মাঠে অনুষ্ঠিত হয়েছে। দেবহাটা ফুটবল একাদশের আয়োজনে চল্লিশ তদুর্দ্ধ খেলোযাড়দের সমন্বয়ে উক্ত আট দলীয় নক আউট ফুটবল টুর্নামেন্টের ফাইনালে একদিকে অংশগ্রহন করে শ্যামনগর উপজেলার ৮নং ঈশ্বরীপুর ফুটবল একাদশ ও অন্যদিকে অংশগ্রহন করে ঘলঘলিয়া ফুটবল একাদশ। খেলায় ঘলঘলিয়া ফুটবল একাদশ ২-০ গোলে জয়লাভ করে। খেলাটি পরিচালনা করেন রেফারী তৌহিদুল ইসলাম সুজন। তাকে সহযোগীতা করেন বিশিষ্ট খেলোয়াড় ও রেফারী জিন্নাত আলী, আব্দুস সাত্তার ও দিলীপ কুমার। খেলার প্রথমার্ধে কোন দল গোল করতে না পারলেও বিরতীর পরে খেলা শেষ হওয়ার কিছুক্ষন আগে পরপর ঈশ্বরীপুর দুটি গোল করে বিজয়ী হয়। শেষে পুরষ্কার বিতরনী অনুষ্ঠানটি আনোয়ারুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন সদর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন দেবহাটা উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সাবেক শিক্ষক আফছার আলী। মনোমুদ্ধকর খেলাটি উপভোগ করতে বিপুল সংখ্যাক দর্শক সমাগম ঘটে।

## দেবহাটায় পুলিশের অভিযানে গাজা ব্যবসায়ী সহ ৫ জন আটক:
দেবহাটা থানা পুলিশের পৃথক পৃথক অভিযানে দুইজন গাজা ব্যবসায়ী ও আরো ৩ জন আটক হয়েছে। তাদেরকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সাজা প্রদান করা হয়েছে। পুলিশ সূত্র জানায়, শুক্রবার দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার গাজীরহাট বাজার এলাকা থেকে গরানবাড়িয়া গ্রামের মোফাজ্জেল হোসেনের ছেলে গাজা ব্যবসায়ী আব্দুল আলিম (৪২) কে ১৫ পুরিয়া গাজা সহ দেবহাটা থানার এস.আই মেজবাহ উদ্দীন ও এ.এস.আই মদন মোহন সঙ্গীয় ফোর্স নিয়ে আটক করেন। বৃহষ্পতিবার উপজেলার সখিপুর ঋঝিপাড়ার তারক দাসের ছেলে বাবু দাস (৫৫) কে ৫০ গ্রাম গাজা সহ আটক করা হয়। তাদের উভয়কে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সাজা প্রদান করা হয়েছে। এছাড়া বৃহষ্পতিবার রাতে এস.আই ইউনুস আলী গাজী বহেরা এলাকা থেকে আশাশুনি উপজেলার চাপড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে পলাশ আরাফাত (২৮), একই উপজেলার টেকারামচন্দ্রপুর গ্রামের বজলুর রহমানের ছেলে সোহাগ (২৮) ও একই উপজেলার সালাউদ্দীন হোসেনের ছেলে আলমগীর হোসেন (২৫) কে আটক করেন। তাদেরকে ৫৪ ধারায় আাদালতে প্রেরন করা হয়েছে বলে জানা গেছে।



মন্তব্য চালু নেই